আফগান ম্যাচে প্লেয়িং ইলেভেন কেম হবে ভারতের

frame আফগান ম্যাচে প্লেয়িং ইলেভেন কেম হবে ভারতের

A G Bengali
টি ২০ বিশ্বকাপে এবারের মতো সেমিফািনালের দৌড় শেষ টিম ইন্ডিয়ার। বড় কোনও অঘটন না ঘটলে বাকি তিন ম্যাচ নিয় রক্ষার। তবে যদি অঘটন ঘটে, তাই ভারতকে তিনটে ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে রান রেটও বাড়িয়ে রাখতে হবে। আর পাকিস্তান, নিউজিল্যান্ড ম্যাচের ভুল শুধরে মাঠে নামতে হবে বিরাট কোহলিদের। তিন তারিখ মানে আগামিকাল ভারতের ম্যাচ রয়েছে আফাগানিস্তানের সঙ্গে। তাই রশিদ খানদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে একবার দেখে নেওয়া যাক-

লোকেশ রাহুল এবং রোহিত শর্মাকেই ওপেন করতে দেখা যাবে। কারণ, নিউজিল্যান্ড ম্যাচে ইসান কিসানকে ওপেন করিয়ে কোনও ফল পাওয়া যানি। তাই রোহিত শর্মাই ওপেন করবে ধরে নেওয়া যাচ্ছে।

তিনে অধিনায়ক বিরাট কোহলি মাঠে নামবে বলে ধরে নেওয়া যায়। চারে নামতে পারে ইসান কিসান। ইশান কিসান ফর্মে থাকায় প্রথম একাদশে থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে। কারণ এখনও পর্যন্ত সূর্যকুমারে চোট নিয়ে কোনও আপডেট পাওয়া যায়নি।

উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থই থাকবেন। তবে শার্দুলকে প্রথম একাদশেই দেখা যেতে পারে। আগের ম্যাচে সুযোগ পেয়েছিলেন। রান করতে পারেননি। বল হাতেও সফল হননি। হয়ত আরও সুযোগ পাবেন শার্দূল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার মধ্যে তিনি সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করেছিলেন। তা ছাড়া দলে আর কোনও বাঁহাতি স্পিনার নেই। তাই রবীন্দ্র জাদেজা থাকবেনই।

যশপ্রীত বুমরার সঙ্গে বোলিং শুরু করেছিলেন। উইকেট না পেলেও ভারতীয় বোলারদের মধ্যে বুমরার পরে তিনিই সবথেকে কম রান দিয়েছেন। তাই বরুণ চক্রবর্তী থাকবেন। সুযোগ পেতে পারেন রাহুল চাহার। আফাগানিস্তান ম্যাচে শামির জায়গায় প্রথম একাদশে আসতে পারেন ভূবনেশ্বর কুমার।

Find Out More:

Related Articles:

Unable to Load More