বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছে রাহুল-রোহিত জুটি। এর আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে নিজের দর্শনের কথা জানিয়ে দিলেন এই মুম্বইকর। বি শাস্ত্রী (Ravi Shastri)-র পর ভারতীয় দলের দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছেন কোচ দ্রাবিড়। ক্রিকেটার হিসেবে স্মরণীয় কেরিয়ারের পর ভারতীয় সিনিয়র দলের কোচ হিসেবে দ্রাবিড় কতটা সফল হন সেটাই দেখার। দেশের জুনিয়র দলের হয়ে তিনি ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেছেন।
আজকের ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক। নিশ্চিত ভাবে কে এল রাহুলের সঙ্গে ওপেন করবেন অধিনায়ক। এর পরে আসতে পারেন ঈশান কিশান, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থরা। কেকেআরের হয়ে ওপেন করলেও বেঙ্কটেশ আইয়ারকে মাঝের দিকেই খেলতে হবে। লড়াইটা শ্রেয়স আইয়ারের সঙ্গে। দলে ফিরে আসতে পারেন লেগস্পিনার যজুবেন্দ্র চহাল। প্রথম একাদশে থাকবেন অক্ষর পাটেল। অবশ্যই অভিজ্ঞ রবিচন্দন অশ্বিনের থাকার সম্ভাবনা প্রবল। পেস অ্যাটাকে ভূবনেশ্বর কুমার এবং মহম্মদ সিরাজ থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে। নিশ্চিত ভাবে কে এল রাহুলের সঙ্গে ওপেন করবেন অধিনায়ক। এর পরে আসতে পারেন ঈশান কিশান, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থরা। কেকেআরের হয়ে ওপেন করলেও বেঙ্কটেশ আইয়ারকে মাঝের দিকেই খেলতে হবে। লড়াইটা শ্রেয়স আইয়ারের সঙ্গে। দলে ফিরে আসতে পারেন লেগস্পিনার যজুবেন্দ্র চহাল। প্রথম একাদশে থাকবেন অক্ষর পাটেল। অবশ্যই অভিজ্ঞ রবিচন্দন অশ্বিনের থাকার সম্ভাবনা প্রবল। পেস অ্যাটাকে ভূবনেশ্বর কুমার এবং মহম্মদ সিরাজ থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে।