কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। ১৪৫ রানে ৪ উইকেট পড়ে যাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচ ঘুরে যায় ভারতের দিকে। সৌজন্যে শ্রেয়স আইয়ারের দুরন্ত ৭৫ আর জাদেজার লড়াকু ৫০ রানের ইনিংস। গতকাল যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন দ্বিতীয় দিনে ব্যাট করা শুরু করেন শ্রেয়াস। আর ঝকঝকে শতরান করে অনন্য নজির গড়লের ভারতের এই ডান হাতি ব্যাটার।
টেস্ট ক্রিকেটে অভিষেকেই শতরান হয়ে গেল শ্রেয়স আয়ারের। বিশ্বের ১১০তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
আর ভারতের ১৬তম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন শ্রেয়স। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব আছে শিখর ধবন, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বি শ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিংহ, বীরেন্দ্র সহবাগ, প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিংহের। ভারতের হয়ে প্রথম এই নজির গড়েন লালা অমরনাথ। ১৯৩৩ সালে মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন তিনি। অভিষেক টেস্টে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রানের রেকর্ড ধবনের দখলে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ১৮৭ রান করেন তিনি। শ্রেয়সের আগে ভারতের হয়ে শেষ বার এই কৃতিত্ব অর্জন করেছিলেন পৃথ্বী। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিলেন তিনি। অর্থাৎ তিন বছর পরে ভারতীয় ক্রিকেটে ফের অভিষেক টেস্টে শতরানের নজির স্থাপিত হল শ্রেয়সের হাত ধরে।