কোহলির নেতৃত্বে কাল সিরিজ নির্ণায়ক টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া

A G Bengali
ভারত অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে কাল সিরিজ নির্ণায়ক টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। প্রথম টেস্টে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ম্যাচ ড্র হয়েছে। এবার সিরিজ জিততে এই ম্য়াচ জিততেই হবে কোহলিদের। তবে টিম কম্বিনেশন কী হয়সেই দিকেই নজর রয়েছে ক্রিকেট প্রেমীদের। আদৌ কি খারপ পারফরম্যান্সের দরুন আজিঙ্কে রাহানে বা চেতেশ্বর পূজারার ওপর খাড়া ঝুলবে? সেই প্রশ্নই সবচেয়ে চর্চিত বিষয়। সেই সঙ্গে ঋদ্ধিমান সাহার চোট কেমন আছে তা নিয়ে আগ্রহী ছিল ভারতীয় ফ্যানরা। তবে ঋদ্ধির চোট নিয়ে বড় আপডেট দিয়েছেন কোহলি নিজেই। বিরাট জানিয়েছেন, "এখনও পর্যন্ত ফিট ঋদ্ধিমান। ও ঘাড়ের সমস্যা থেকে সেরে উঠেছে। একদম ঠিক আছে।" কোহিলর কথাতেই পরিস্কার হয়ে গেল যে, আগামিকাল উইকেটের পিছনে কেএস ভারত (KS Bharat) নন, থাকছেন ঋদ্ধিমানই।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, “দলের অভিজ্ঞ সদস্যদের সঙ্গে কথা বলেছি। রাহুল ভাই নিজে থেকেই এ নিয়ে কথা বলা শুরু করে। বোর্ডের থেকে দ্রুত এ ব্যাপারে ব্যাখ্যা চাইছি আমরা। আগামী এক-দু’দিনের মধ্যে আশা করি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।” উল্লেখ্য, আগামী শনিবার কলকাতায় বোর্ডের বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানে এই বিষয়টি উঠতে পারে। রবিবারের মধ্যেই সরকারি ভাবে সিদ্ধান্ত জানানো হবে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের। এ দিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম কোনও ক্রিকেট ম্যাচে নামছেন কোহলী। মাঝে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং প্রথম টেস্টে বিশ্রামে ছিলেন। দলে ফিরে কোহলি জানালেন, তরতাজা হয়ে নামার জন্য এই বিরতি খুবই গুরুত্বপূর্ণ ছিল।

Find Out More:

Related Articles: