ম্যাচের শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে প্রশ্ন উঠতেই কোহলি বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওদের ঘরের মাঠে দারুণ সাফল্য টিমের মনোভাবকে বদলে দিয়েছে। এই বিশ্বাসটা ঢুকে পড়েছে যে, বিদেশের মাটিতে যে কোনও টিমের বিরুদ্ধে আমরা জিততে পারি। দক্ষিণ আফ্রিকায় আমাদের সাফল্য পেতে হলে চ্যালেঞ্জ সামলাতে হবে। দারুণ কিছু পেতে হলে সেটা করতেই হবে। আর তার জন্য আমরা তৈরি।” যদিও সোমবার কোহলি বলেছেন, “অজিঙ্কর ছন্দ আমি বিচার করতে চাই না। কেউই কারওর ছন্দ এ ভাবে বিচার করতে পারে না। কারণ, একজন ক্রিকেটারই সব থেকে ভাল জানে কোন জায়গায় তার উন্নতি করা উচিত। তবে অতীতেও আমি বলেছি, যারা আগে গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন পরিস্থিতিতে রান করেছে তাদের পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। আমরা এমন পরিস্থিতি কখনও ড্রেসিংরুমে তৈরি করতে চাই না যেখানে কোনও ক্রিকেটার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়বে এবং চাপে পড়ে যাবে।”
অন্যদিকে, মাঝে কয়েক দিনের বিশ্রাম। তারপরেই দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে রওনা দেবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। আগামী ২৬ ডিসেম্ব্র বক্সিং ডে টেস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। সেই কঠিন সিরিজে নামার আগে এই সিরিজ জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। এমনটাই মনে করেন ভারত অধিনায়ক। তাই নেলসন ম্যান্ডেলার দেশে উড়ে যাওয়ার আগে কুইন্টন ডি ককদের কার্যত হুঙ্কার দিলেন ভারত অধিনায়ক। ম্যাচের শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে প্রশ্ন উঠতেই কোহলি বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওদের ঘরের মাঠে দারুণ সাফল্য টিমের মনোভাবকে বদলে দিয়েছে। এই বিশ্বাসটা ঢুকে পড়েছে যে, বিদেশের মাটিতে যে কোনও টিমের বিরুদ্ধে আমরা জিততে পারি। দক্ষিণ আফ্রিকায় আমাদের সাফল্য পেতে হলে চ্যালেঞ্জ সামলাতে হবে। দারুণ কিছু পেতে হলে সেটা করতেই হবে। আর তার জন্য আমরা তৈরি।”