কোহলির প্রশংসায় রোহিত

A G Bengali
প্রাক্তন অধিনায়ক কিং কোহলির জামানায় আইসিসি প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার সাফল্য অধরা। তবে ভারতীয় অধিনায়কদের মধ্যে কোহলির রেকর্ডই সবচেয়ে ঈর্ষণীয়। ৯৫ ম্যাচে ৬৫টি ম্যাচে জিতেছে ভারতীয় দল। আর তাই ভারতীয় দলের উন্নতির জন্য কোহলিকে ধন্যবাদ জানালেন 'হিট ম্যান'। বিসিসিআই (BCCI) সম্প্রতি টুইটারে রোহিতের একটি ভিডিও ইন্টারভিউ পোস্ট করেছে। সেখানে সীমিত ওভারের নতুন অধিনায়ক 'হিট ম্যান' বলেন, "কোহলি দলকে এমন জায়গায় এনেছে যেখান থেকে পিছনের দিকে তাকানোর কোনও জায়গা নেই। গত পাঁচ বছর কোহলি ভারতের এক দিনের ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিল। সেই সময় প্রতি ম্যাচে ওকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছি। প্রতিটি ম্যাচ জেতার খিদে ছিল আমাদের। গোটা দল একই লক্ষ্য নিয়ে খেলতে নামত। সেই খিদে নিয়েই আমরা এগিয়ে যাব।"

কোহলির অধীনে তাঁর ভাল সময় কেটেছে বলে মনে করিয়ে দিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘কোহলির নেতৃত্বে খেলার সময় খুব ভাল কেটেছে। ওর সঙ্গে আমি মাঠে অনেক সময় কাটিয়েছি। আমরা এক সঙ্গে খেলতে পছন্দ করতাম। সেই কাজই আমরা করে যাব। দল হিসেবে আরও উন্নতি করার চেষ্টা করব। শুধু আমি নয়, গোটা দল একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।’’ ২০১৭ সালের জানুয়ারি মাসে মহেন্দ্র সিংহ ধোনি নেতৃত্ব ছাড়ার পরে অধিনায়ক হন কোহলি। তখন থেকেই সহ-অধিনায়ক ছিলেন রোহিত। দু’জনে মিলে এক সঙ্গে ৮৪ ম্যাচে ৬৪.৫৫ গড়ে ৪৯০৬ রান করেছেন।

Find Out More:

Related Articles: