দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে খেলতে পারবেন কি না সেই নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ করোনা আক্রান্ত ভারতের ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। ২২ বছরের এই স্পিনারের দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজে হয়তো খেলতে পারবেন না তিনি। বুধবার দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ভারতীয় দলের। সূত্রের খবর, মুম্বইতে রয়েছেন ওয়াশিংটন। তবে দলের বাকিদের সঙ্গে রয়েছেন কি না তা নিশ্চিত নয়। শেষ ১০ মাসে ভারতের হয়ে খেলতে নামেননি ওয়াশিংটন। বিজয় হজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে খেলেছেন তিনি। তার পরেই ভারতের হয়ে একদিনের দলে খেলার জন্য ডাক পান। যদিও করোনার কারণে তা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ টেস্টে কেএল রাহুল এদিন ১২ রান করে ডুয়ানে অলিভিয়ারের বলে খোঁচা দিয়ে উইকেটকিপার কাইল ভেরিনের হাতে ক্যাচ তুলে দেন। রাহুল ফেরার এক ওভারের মধ্যেই তাঁর বন্ধু মায়াঙ্ক আগারওয়ালও সাজঘরে ফিরে আসেন। মায়াঙ্কের ব্যাট থেকে আসে ১৫ রান। কাগিসো রাবাদার বলে তিনি আইডেন মারক্রমের হাতে ক্যাচ আউট হন। রাহুল-মায়াঙ্কের ওপেনিং জুটি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ২০০-র বেশি রান করে ফেললেন। তাঁরা টপকে গেলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ও গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। বীরু-গৌতি এতদিন ছিলেন মগডালে। ভারতের প্রাক্তন দুই ওপেনার ম্যান্ডেলার দেশে টেস্টে ১৮৪ রান করেছিলেন। তিনে আছেন ওয়াসিম জাফর (Wasim Jaffer) ও দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তাঁদের ব্যাটে আসে ১৫৩ রান।