ভারত এবং ভারতীয়দের সঙ্গে তাঁর ভালবাসার কথা মনে করিয়ে দিয়ে ‘ইউনিভার্স বস’ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তায় তাঁর ঘুম ভেঙেছে। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে তিনি, ‘আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত বার্তায় আমার ঘুম ভাঙে, যা ভারতীয় জনগণ এবং ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের পরিচয়বাহক। ইউনিভার্স বসের তরফে অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালবাসা।’ গেইল বছরের পর বছর আইপিএল এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে ভারতে এসেছেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর প্রতি ভারতীয়দের ভালবাসাও বেড়েছে। তবে ৪২-র গেইল এ বছরের আইপিএল নিলামের তালিকায় নিজের নাম তোলেননি।
অন্যদিকে, বাবা হলেন যুবরাজ সিংহ। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার এবং তাঁর অভিনেত্রী স্ত্রী হ্যাজেল কিচ মঙ্গলবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। যুবরাজ নিজেই টুইটারে এই খবর জানিয়েছেন। যুবি অবশ্য সদ্যোজাতর কোনও ছবি পোস্ট করেননি। টুইটারে নিজের বাবা হওয়ার খবর জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। সেটা হল আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। আমরা উচ্ছ্বসিত হয়ে এই খবর জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ একই সঙ্গে তাঁদের গোপনীয়তা বজায় রাখার জন্য সবাইকে আবেদন করে ৪০ বছর বয়সী যুবরাজ লিখেছেন, ‘এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ভালবাসা-সহ হ্যাজেল এবং যুবরাজ।’