দ্রাবিড়কে পরামর্শ শাস্ত্রীর

A G Bengali
আড্ডা চলছিল শোয়েবের ইউটিউব চ্যানেলে। সেখানে ভারতীয় দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়কে পরামর্শ দিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েবকে শাস্ত্রী বলেন, ভারতীয় দলের হাতে আট থেকে দশ মাস সময় রয়েছে। ফলে যা করার দ্রুত করতে হবে। শাস্ত্রী বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ভারতীয় ক্রিকেট একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী ৮-১০ মাসের মধ্যে দলটা তৈরি করে ফেলতে হবে। এই সময়টায় এমন ক্রিকেটারদের তুলে আনতে হবে, যারা পরের চার-পাঁচ বছর ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবে।’’

অন্যদিকে, বাবা সচিন বলেই ছেলে আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন! গত মরশুমে অর্জুন আইপিএলে যোগ দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় অর্জুন ট্রোলড হয়েছিলেন। অর্জুনের সঙ্গে নেপোটিজম শব্দটাও জুড়ে দেওয়া হয়েছিল। সচিন জবাবে বলেছিলেন, "খেলার মাঠে একমাত্র একজন খেলোয়াড়ের পারফরম্যান্স দেখা হয়। এর বাইরে আর অন্য কোনও ব্যাপার প্রাধান্য পায় না। আমরা যখন ভারতীয় দলের ড্রেসিংরুমে প্রবেশ করতাম তখন কোথা থেকে আসছি, কার সঙ্গে সম্পর্ক আছে, দেশের কোন অংশ থেকে এসেছি, এসব কিছুই মাথায় থাকে না। ড্রেসিংরুমে প্রবেশ করার পর সবাই সমান। সেখানে পারফরম্যান্স ছাড়া আর কিছুই যাচাই করার ব্যাপার নেই। ড্রেসিংরুমে একজন ক্রীড়াবিদ স্রেফ ব্যক্তি। এমন ব্যক্তি যে টিমে যোগ দিতে চায়। তার জন্য তাঁকে পারফর্ম করতে হবে। আমি দেশের বিভিন্ন অংশে বহু শিক্ষকের সঙ্গে মেশার সুযোগ পাই। তাঁদের থেকে আমিও রোজ কিছু না কিছু শিখি। সেইসব শিক্ষা আমি বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি।" মুম্বইয়ের মেন্টরের এই উত্তর সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিল।

Find Out More:

Related Articles: