সেরা একাদশ দলেরও নেতৃত্ব পেলেন ভারতের যশ ধুল

A G Bengali
অনুর্ধ্ব ১৯ প্রতিযোগিতার সেরা একাদশেও নেতৃত্ব রইল ভারত অধিনায়ক যশ ধুলের হাতেই। ঘোষিত বারোজনের দলে যশ ছাড়া ভারত থেকে জায়গা পেয়েছেন আরও দুই ক্রিকেটার। তাঁরা হলেন অলরাউন্ডার রাজ বাওয়া এবং স্পিনার ভিকি অস্তোয়াল। অধিনায়ক যশ সদ্যসমাপ্ত বিশ্বকাপে মোট ২২৯ রান করেছেন। তার মধ্যে রয়েছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝলমলে সেঞ্চরি। রাজ বাওয়ার মোট রান ২৫২। তার মধ্যে রয়েছে উগান্ডার বিরুদ্ধে এ বারের বিশ্বকাপেই অপরাজিত ১৬২ রানের দুর্দান্ত ইনিংস। এ ছাড়াও ফাইনালেও তিনি ম্যাচের সেরার পুরস্কার পান। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে ব্যাটেও মূল্যবান ৩৫ রান করেন। প্রতিযোগিতায় তিনি মোট নয় উইকেট নিয়েছেন। ভিকি অস্তোয়াল ছয় ম্যাচে পেয়েছ়েন ১২ উইকেট। সেরা বোলিং করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি ২৮ রানে পাঁচ উইকেট নেন।

অন্যদিকে, ভারতীয় ক্রিকেটে এখন খুশির হাওয়া। পঞ্চমবারের জন্য় যুব বিশ্বকাপ (ICC U19 World Cup) জিতেছে যশ ধুলের (Yash Dhull) টিম ইন্ডিয়া। রাজ অঙ্গদ বাওয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে, অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। স্বভাবতই ভারতের যুব দলের দুরন্ত ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রাক্তন মহারথীরা। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) থেকে বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) ভূয়সী প্রশংসা করেছেন যশদের। সৌরভ টুইট করে জানিয়ে দিলেন যে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রতিটি সদস্য ৪০ লক্ষ টাকা করে পাবেন। নগদ অর্থের উপহার দিচ্ছে বিসিসিআই।

Find Out More:

Related Articles: