ভারতের ১০০০ তম ওয়ান ডে ম্যাচ ভারত হাসতে হাসতে জিতে গেছে। আর ভারতীয় দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ২ উইকেট নিয়ে ১৭৯ রান হজম করতে হয়েছিল চাহালকে। এরপর থেকেই চাহালকে নিয়ে উঠে যায় প্রশ্ন। মাঝের দিকের ওভারগুলিতে তাঁর উইকেট তুলতে না পারার ব্যর্থতা নিয়ে কথাও হয় প্রচুর। কিন্তু গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একাই ম্যাচের রং বদলে দেন চাহাল। নিজের প্রথম ওভারেই পর পর দু’বলে শিমরন হেটমায়ার ও কায়রন পোলার্ডকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে বড় ধাক্কা দেন চহাল। পরে তিনি আউট করেন শামার ব্রুকস ও আলজারি জোসেফকে।আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চাহাল ১০ ওভারে ৪৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। তাঁর স্পিনের ঘূর্ণিতেই কায়রন পোলার্ডের দলের ইনিংস মাত্র ১৭৬ রানে শেষ হয়ে যায়। চাহাল হন ম্যাচের সেরাও।
ম্যাচ শেষে চহাল বলেন, ‘‘বল শুরু করার আগে রোহিত ও কোহলীর সঙ্গে কথা বলি। ওরা বলে একটু জোরে বল করতে। আমি সেই মতো করেছি। উইকেটে বল ঘুরছিল। তাই সমস্যা হচ্ছিল না। মাঝে মধ্যে বলের গতি কিছুটা কমাচ্ছিলাম। ফলে ব্যাটাররা সমস্যায় পড়ছিল।’’ কায়রন পোলার্ডকে বল করার সময় তুমি বলেছিলে আমাকে ফুল লেন্থ ডেলিভারি করতে। আমার মনে হয়েছিল যদি, ঠিক লেন্থে বল ফেলতে না পারি, তাহলে ৮০ শতাংশ সম্ভাবনা থেকে যাবে ছক্কা হজম করার।" রোহিত সব শুনে চাহালকে জানিয়ে দেন যে, সে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার। তাঁর ভাবনা যেন সবসময় স্বচ্ছ থাকে।