আইসিসি ক্রমতালিকায় উত্থান ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটার স্মৃতি মান্ধানার

A G Bengali
মহিলাদের এক দিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। তাঁর পয়েন্ট ৭৪২। তালিকায় দু’ধাপ উঠে প়ঞ্চম স্থানে এসেছেন তিনি। অন্য দিকে ভারতের মহিলাদের এক দিনের দলের অধিনায়ক মিতালি রাজ দ্বিতীয় স্থানেই রয়েছেন। তাঁর পয়েন্ট ৭৩৮। পাঁচ নম্বরে থাকা স্মৃতির পয়েন্ট ৭১০। তৃতীয় ও চতুর্থ স্থানেও রয়েছেন দুই অস্ট্রেলীয়। তাঁরা হলেন যথাক্রমে বেথ মুনি (৭১৯ পয়েন্ট) ও অ্যামি সাদারওয়েট (৭১৭)। এক দিনের ক্রিকেটে বোলারদের তালিকাতেও শীর্ষে অস্ট্রেলিয়া। এক নম্বরে থাকা পেসার জেস জোনাসেনের পয়েন্ট ৭৭৩। ৭২৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে অজি এলিস পেরি। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ভাল খেলায় তিনি ফের শীর্ষস্থান দখল করেছেন। তালিকায় রয়েছেন দুই ভারতীয়। ২৯৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন দীপ্তি শর্মা। ২৫১ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন ঝুলন।

অন্যদিকে, ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট (Carlos Brathwaite) রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেব ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup 2016 Final)। একা হাতে ম্যাচ বার করে দেশকে আইসিসি-র শো-পিস ইভেন্ট জিতিয়েছিলেন তিনি। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতার জন্য উইন্ডিজের দরকার ছিল ৬ বলে ১৯ রান। ব্রাথওয়েট ব্রিটিশ জোরে বোলার বেন স্টোকসের (Ben Stokes) ওভারে পরপর চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে ইতিহাস লেখেন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের প্রথম দল হিসাবে কুড়ি-মহিলাদের এক দিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। তাঁর পয়েন্ট ৭৪২। তালিকায় দু’ধাপ উঠে প়ঞ্চম স্থানে এসেছেন তিনি। অন্য দিকে ভারতের মহিলাদের এক দিনের দলের অধিনায়ক মিতালি রাজ দ্বিতীয় স্থানেই রয়েছেন। তাঁর পয়েন্ট ৭৩৮। পাঁচ নম্বরে থাকা স্মৃতির পয়েন্ট ৭১০। তৃতীয় ও চতুর্থ স্থানেও রয়েছেন দুই অস্ট্রেলীয়। তাঁরা হলেন যথাক্রমে বেথ মুনি (৭১৯ পয়েন্ট) ও অ্যামি সাদারওয়েট (৭১৭)। এক দিনের ক্রিকেটে বোলারদের তালিকাতেও শীর্ষে অস্ট্রেলিয়া। এক নম্বরে থাকা পেসার জেস জোনাসেনের পয়েন্ট ৭৭৩। ৭২৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে অজি এলিস পেরি। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ভাল খেলায় তিনি ফের শীর্ষস্থান দখল করেছেন। তালিকায় রয়েছেন দুই ভারতীয়। ২৯৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন দীপ্তি শর্মা। ২৫১ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন ঝুলন।
কুড়ির বিশ্বযুদ্ধ দ্বিতীয়বার জয়ের নজির গড়ে।

Find Out More:

Related Articles: