টেস্ট দল থেকে বাদ পড়ে বেজায় চটেছেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন ১৫২টি টেস্ট খেলা ফাস্ট বোলার। জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে ডেইলি মেইলে নিজের কলামেই ক্ষোভ প্রকাশ করেছেন ব্রড। লিখেছেন, ‘‘আমি প্রতি দিন আরও বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং রেগে যাচ্ছি। আমার খেলার মান যদি নেমে যেত, তা হলে বাদ পড়তে পারতাম। কিন্তু, মাত্র পাঁচ মিনিটের একটা ফোনে আমাকে বাদ দেওয়ার কথা জানানো হয়েছে। ব্যাপারটায় অত্যন্ত হতাশ বোধ করছি।’’ ব্রডকে দল থেকে বাদ দেওয়ার কথা গত মঙ্গলবার ফোনে জানানো হয়। ব্রড লিখেছেন, ‘‘ফোনে অ্যান্ড্রু স্ট্রস যা বলেছিল সেটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল।’’ ৩৫ বছরের ব্রড মনে করেন, তাঁর এখনও ইংল্যান্ডের সেরা একাদশে জায়গা পাওয়া উচিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁকে আঘাত করেছে বলে জানিয়েছেন ব্রড।
অন্যদিকে, স্বআইপিএল নিলামের (IPL 2022 Auction) দ্বিতীয় দিনে চমকে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ব্রিটিশ জোরে বোলার জোফ্রা আর্চারের আইপিএল (IPL 2022) ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও তাঁকে ৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে পাঁচবারের ও সর্বোচ্চবারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। এমনকী আর্চারকে নেওয়ার জন্য নিলাম টেবিলে রীতিমতো উত্তপ্ত বাদানুবাদ হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও মুম্বইয়ের। আর্চারের প্রাক্তন দল রাজস্থান তাঁকে নেওয়ার জন্য ৬ কোটি ২৫ লক্ষ টাকা পর্যন্ত দর দিয়েছিল। এরপর রাজস্থান সরে আসে। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এবার মুম্বইয়ের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করে কিন্তু আর্চারকে শেষ পর্যন্ত নেয় মুম্বই। চোটের জন্য বহুদিন ধরেই মাঠের বাইরে আর্চার। এবছর তিনি আইপিএলে খেলতে পারবেন না তা আগেই জানা গিয়েছিল। কিন্তু নিলামে তাঁর নাম ছিল। তবুও বিশ্বকাপ জয়ী ফাস্টবোলারের জন্য ঝাঁপিয়েছিল তিন ফ্র্যাঞ্চাইজি।