প্রায় ১ বছর পর দলে প্রত্যাবর্তন কুলদীপ যাদবের

frame প্রায় ১ বছর পর দলে প্রত্যাবর্তন কুলদীপ যাদবের

A G Bengali
ওয়াসিংটন সুন্দরের চোটের কারণে দলে এলেন কুলদীপ যাদব। প্রায় ১ বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন হলো এই বাঁ হাতি স্পিনার। বিসিসিআই বিবৃতিতে লিখেছে, "অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর বাঁদিকের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। গত শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন সুন্দর।" চোট-আঘাতে রীতিমতো জর্জরিত সুন্দর। গতবছর আইপিএলের দ্বিতীয় ভাগে খেলতে পারেননি তিনি। এরপর ইংল্যান্ড সফরে গিয়ে আঙুলে চোট পেয়ে টি-২০ বিশ্বকাপ খেলা হয়নি সুন্দরের। এমনকী করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও যেতে পারেননি সুন্দর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন করে ফের ছিটকে গেলেন চেন্নাইয়ের বছর বাইশের ক্রিকেটার। তবে প্রায় এক বছর পর দলে ফিরে কেমন পারফরম্যান্স করেন কুলদীপ সেদিকে নজর থাকবে সবার।

অন্যদিকে, চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের এক দিনের ও টি২০ দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুল। সেই জায়গায় সহ-অধিনায়ক করা হল ঋষভ পন্থকে। বিসিসিআই-এর তরফে এ কথা জানানো হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে তিন ম্যাচের টি২০ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান ধরে রাহুলের। ফলে তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। টি২০ সিরিজেও রাহুলকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট। তাই পন্থের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রথম বার দলের সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে এই উইকেটরক্ষক-ব্যাটারকে।

Find Out More:

Related Articles:

Unable to Load More