মঙ্গলবার ইডেন ঘুরে যান সৌরভ গঙ্গোপাধ্যায়

A G Bengali
আজ থেকে শুরু ভারত- ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ। তার আগে মঙ্গলবার বিকেলে ইডেন ঘুরে গেলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে কথা বলতে দেখা যায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। এমনকী কিছুক্ষণ কথা বলতে দেখা যায় ঋষভ পন্থের সঙ্গেও। সৌরভের সঙ্গে ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, যুগ্ম সচিব দেবব্রত দাস এবং ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। শুক্রবার দ্বিতীয় এবং রবিবার শেষ ম্যাচ। অতিমারির কারণে এ বার সিরিজের সবকটি ম্যাচই একই কেন্দ্রে হচ্ছে। এর আগে এক দিনের সিরিজও একটি কেন্দ্রেই হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের জন্য যে রকম কলকাতাকে বাছা হয়েছে, তিন ম্যাচের এক দিনের সিরিজের জন্য বাছা হয়েছিল আমদাবাদকে।

অন্যদিকে, প্রথম দুটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। তবে শেষ টি-টোয়েন্টি ম্যাচে দর্শক স্টেডিয়ামে ঢুকতে পারেন। মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এ দিন সন্ধের দিকে ভারতীয় দল অনুশীলন করার সময় ইডেন গার্ডেন্সে উপস্থিত ছিলেন বোর্ড প্রধান। সিএবি-র তরফ থেকেও এই বিষয়ে অনুরোধ করা হয়েছে। এমনকি ২০ ফেব্রুয়ারির ম্যাচে যাতে স্টেডিয়াম ভরতে পারে সেই জন্য বিসিসিআই-কে লিখিত অনুরোধ করেছে বঙ্গ ক্রিকেট সংস্থা। সৌরভকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ইডেনের প্রথম দুই ম্যাচে কোন দর্শক থাকবে না শেষ ম্যাচে দর্শক থাকবে কিনা তা নিয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।"

Find Out More:

Related Articles: