ভুবিকে দরাজ সার্টিফিকেট রোহিত শর্মার

frame ভুবিকে দরাজ সার্টিফিকেট রোহিত শর্মার

A G Bengali
তৃতীয় উইকেটে নিকোলাস পুরান ও রভমেন পাওয়েল মাত্র ৫৮ বলে ১০০ রান যোগ করে ম্যাচটা জিতিয়েই দিচ্ছিলেন। ভারত হেরে গেলে অবধারিতভাবে গত ম্যাচের সেরা রবি বিশ্নোই ‘ভিলেন’ বানিয়ে দেওয়া হত। কিন্তু ১৯তম ওভারে বল হাতে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। মাত্র চার রান দিয়ে তুলে নিলেন পুরানকে। বুঝিয়ে দিলেন ‘পুরনো চাল ভাতে বাড়ে।‘ তাই এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জিততেই বহু যুদ্ধের নায়ক ভুবনেশ্বর কুমারকে প্রসংশায় ভরিয়ে দিলেন রোহিত শর্মা। ম্যাচের শেষে অধিনায়ক বলেন, “ভুবি যে সময়টা বল করতে এসেছিল সেটা ছিল আক্ষরিক অর্থে কঠিন মুহূর্ত। কিন্তু চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে বল করে গেল ভুবি। অভিজ্ঞতা যে বড় মঞ্চে আসল ব্যাপার সেটা এই ম্যাচ থেকে ফের বোঝা গেল। ডেথ ওভারে ভুবি এমন আগুনে বোলিং অনেক বছর ধরে করে আসছে। সেই জন্য ওর প্রতি আস্থা আছে।“


অন্যদিকে, সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ১০০টি ম্যাচে জয় পেয়েছে। এর পর এই রেকর্ড স্পর্শ করল ভারত। পাশাপাশি টিম ইন্ডিয়া খেলার তিন ফর্ম্যাটেই ১০০টি ম্যাচে জয়ের নজির গড়ে ফেলল। শুক্রবার ইডেন গার্ডেনে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয় পায় ভারত। শুক্রবার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। কোহলি (৪১ বলে ৫২), ঋষভ পন্ত (২৮ বলে ৫২), এবং বেঙ্কটেশ আইয়ারের (১৮ বলে ৩৩) সৌজন্যে ১৮৬ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৮ রানে ম্যাচটি জিতে যায় ভারত। সেই সঙ্গে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১০০টি ম্যাচে জয়ের নজির গড়ে ফেলল তারা।

Find Out More:

Related Articles:

Unable to Load More