ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা

frame ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা

A G Bengali
শনিবার বিকেল ৪টে নাগাদ মুখ্য জাতীয় নির্বাচক চেতন শর্মা জানিয়ে দেন যে একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলানোর পর এ বার থেকে লাল বলের ক্রিকেটেও দলের দায়িত্ব সামলাবেন রোহিত। সেই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য দলও ঘোষণা করে দিয়েছে বোর্ড। চেতনের মতে ঘরের মাঠে এই সিরিজের জন্য চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ও ঋদ্ধিমান সাহা-কে বাদ দেওয়া হয়েছে। কেএল রাহুলের চোট এখনও সারেনি। তাঁকে বিশ্রাম দিয়েছে জাতীয় নির্বাচক কমিটি। এ দিকে চোট সারিয়ে দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পেলেও সিরিজ শুরুর আগে ফিটনেস পরীক্ষার পাশ করতে হবে তাঁকে। বিসিসিআই-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।


অন্যদিকে, মুছে গেল ৮৮ রানে অলআউটের ক্ষত। শাহবাজ আহমেদ (অপরাজিত ৭১ রান) এবং অভিষেক পোড়েলের (অপরাজিত ৫৩ রান) অসামান্য ইনিংসের সৌজন্যে বরোদাকে চার উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু করল বাংলা। শুধু তাই নয়, ইতিহাসেও নাম উঠল অরুণ লালের ছেলেদের। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়লেন শাহবাজরা। এতদিন রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জয়ের নজির ছিল বাংলার। ২০১৮-১৯ মরশুমের দিল্লির বিরুদ্ধে সেই রান তুলে জিতেছিল বাংলা। এবার সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন অভিমন্যু ঈশ্বরণরা। সেইসঙ্গে রঞ্জির ইতিহাসেও সার্বিকভাবে চতুর্থ ইনিংসে ৩৪৯ রানের বেশি তাড়া করে জয়ের নজির আছে হাতেগোনা কয়েকটি দলের।

Find Out More:

Related Articles:

Unable to Load More