রেগে আগুন সেহওয়াগ, জানালেন তীব্র প্রতিবাদ

frame রেগে আগুন সেহওয়াগ, জানালেন তীব্র প্রতিবাদ

A G Bengali
ঋদ্ধিমান সাহাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এক সাংবাদিকের বিরুদ্ধে 'হুমকি' দেওয়ার অভিযোগ তুললেন ঋদ্ধি। সেই সাংবাদিকের নাম অবশ্য প্রকাশ করেননি বিশ্বের অন্যতম সেরা কিপার। শনিবার রাতের দিকে টুইটারে একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন ঋদ্ধি। সেই স্ক্রিনশটে সাংবাদিকের হুমকি রয়েছে। ঋদ্ধি এই পোস্টের সঙ্গেই লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এ রকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।’ এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। ঋদ্ধির পাশে দাঁড়িয়ে সাংবাদিককে একহাত নিয়েছেন বীরু। তিনি টুইটে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক। এই ধরনের অধিকারবোধ, না তিনি নিজে একজন সম্মানিত ব্যক্তি, না তিনি একজন সাংবাদিক, শুধুই চামচাগিরি। তোমার সঙ্গে রয়েছি ঋদ্ধি।’

অন্যদিকে, প্রত্যাশামতোই তিন ফরম্যাটের জন্য জাতীয় দলের দায়িত্ব পেলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর স্বেচ্ছায় নেতৃত্ব থেকে সরে দারিয়েছিলেন বিরাট কোহলি। তখন থেকেই বোঝা গিয়েছিল যে টেস্ট দলের নতুন নেতা হবেন 'হিট ম্যান'। সেই খবরে সিলমোহর দিল বিসিসিআই। শনিবার বিকেল ৪টে নাগাদ মুখ্য জাতীয় নির্বাচক চেতন শর্মা জানিয়ে দেন যে একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলানোর পর এ বার থেকে লাল বলের ক্রিকেটেও দলের দায়িত্ব সামলাবেন রোহিত।

Find Out More:

Related Articles:

Unable to Load More