শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত চাহার!

frame শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত চাহার!

A G Bengali
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে তৃতীয় ও সিরিজের ফাইনাল টি-২০ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। যার জেরে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত হয়ে গেলেন তিনি। চোট যদি গুরুতর হয়, তাহলে কিন্তু আগ্রার বছর উনত্রিশের জোরে বোলারের আইপিএল খেলা নিয়েও প্রশ্ন উঠে যাবে। পোলার্ড অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে ইডেনে দারুণ ছন্দে ছিলেন চাহার। বিপক্ষকে জোড়া ধাক্কা শুরুটা করেছিলেন দীপক চাহার। ১৫ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। দ্বিতীয় ওভারের শেষ বলে চাহারকে রান-আপ নেওয়ার সময় খোঁড়ান। ফিজিও নীতিন প্যাটেলের কাঁধে ভর করে মাঠ ছাড়েন চাহার। তবে চাহারের চোট কতটা গুরুতর সে ব্যাপারে এখনও কোনও আপডেট দেয়নি বিসিসিআই। তবে চাহারের চোট কতটা গুরুতর সে ব্যাপারে এখনও কোনও আপডেট দেয়নি বিসিসিআই। 

 
অন্যদিকে, এ বারের বিশ্বকাপ আট মাস পরে অস্ট্রেলিয়ায়। রবিবার দ্রাবিড় বলেছেন, “রোহিত, আমি, নির্বাচকরা এবং দল পরিচালন সমিতি এ ব্যাপারে আলোচনা করেছি। কী ধরনের দল চাই সে ব্যাপারে মোটামুটি ধারণা হয়েই গিয়েছে। নির্দিষ্ট কোনও ফরমুলা নেই। কিন্তু দলের ভারসাম্য কেমন রাখা উচিত সেটা জানি। আপাতত দলটাকে অন্য ভাবে গড়ে নিতে চাইছি এবং প্রত্যেকের চাপও কিছুটা কমাতে চাইছি।” দ্রাবিড়ের সংযোজন, “অস্ট্রেলিয়ায় যে ধরনের দক্ষতা থাকা দরকার, সেটা কাদের মধ্যে রয়েছে আমরা জানি। কিন্তু এখনও চূড়ান্ত কিছু ঠিক করে ফেলিনি। দলে জায়গা পাওয়ার জন্য প্রত্যেককে সমান সুযোগ দিতে চাই।”

Find Out More:

Related Articles:

Unable to Load More