ঋদ্ধিমান সাহাকে 'হুমকি' দিয়ে তাঁর একান্ত সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছিলেন এক সাংবাদিক! কে এই সাংবাদিক? এই একটা প্রশ্নেই ভারতীয় ক্রিকেট তোলপাড় হয়ে গিয়েছে। কিন্তু বাংলার 'পাপালি' প্রত্যাঘাত না করে ক্ষমার পথ বেছে নিয়েছেন। তিনি টুইট করে জানিয়েছেন যে, মানবিকতার খাতিরেই ওই সাংবাদিকের নাম তিনি বলবেন না। এই টুইটের পরে অনেকে প্রাক্তনই ঋদ্ধিকে বলেছেন যে, ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার যেন সেই সাংবাদিকের নাম সামনে আনেন। সেই তালিকায় ভারতের প্রাক্তন জোরে বোলার ভেঙ্কটেশ প্রসাদও। প্রসাদ গীতার শ্লোক উদ্ধৃত করে ঋদ্ধিকে মার্গ দর্শন করালেন। প্রসাদ ঋদ্ধির টুইট ধরে লেখেন, "ভাগবত গীতার একটি শ্লোকের অনুবাদ করলে দাঁড়ায়, "অন্যায় সহ্য করাও অন্যায় করার মতোই অপরাধ। আমাদের কর্তব্য অন্যায়ের জন্য লড়াই করা। ঋদ্ধিমান সাহা সেই ব্যক্তির নামটা বলা গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই একটি ভাল উদাহরণ স্থাপন করবে।"
অন্যদিকে, ইশান কিসান এক সাক্ষাৎকারে তাঁর ক্রিকেট দর্শন পাল্টা যাওয়ার কথা জানালেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখে তাঁর ক্রিকেট দর্শন পাল্টে গিয়েছে। আবার আইপিএলে তিনি যে পুরদস্তুর মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলতে চেয়েছিলেন সে কথাও নিজের মুখে জানিয়েছেন ভারতীয় দলের এই তরুণ উইকেটকিপার ও ব্যাটার। তাঁর ব্যাট কথা বলতে শুরু করলে সেটা কী হয় আইপিএলের অনেক ম্যাচেই তার উদাহরণ পাওয়া গিয়েছে। কিন্তু সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ব্যাটে বড় রান না এলেও কোচ রাহুল দ্রাবিড় যে সন্তুষ্ট সে কথা জানা গিয়েছে। ভবিষ্যতে ভারতীয় টিমের অবিচ্ছেদ্য অংশ যে ইশা হচ্ছেন সে বিষয়ে অনেকে অভিমত পোষণ করেছেন।