নতুন সিজনে নতুন বার্তা কোচ মাহেলার

A G Bengali
গতবার আইপিএলের নকআউটে যেতে পারেনি পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তাই এবারে নতুন উদ্যোমে ঝাঁপাতে চাইছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই গতবার নক আউটে পৌঁছতে পারেনি। তাই এ মরশুমে নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে পল্টনরা। মরশুম শুরুর আগে বুধবারই ছিল মুম্বইয়ের প্রথম অনুশীলন সেশন। সেখানে দলের কোচ মাহেলা জয়বর্ধনে নতুন-পুরনো, অনুশীলনে উপস্থিত সকল খেলোয়াড়দের স্বাগত জানান। মুম্বইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিয়োয় জয়বর্ধনকে বলতে শোনা যায়, ‘স্বাগত। আমি জানি এটা অনেকের জন্যই সরকারিভাবে প্রথম মরশুম। কয়েকজন আগেও আমাদের সঙ্গে ছিল, তবে বেশিরভাগই নতুন মুখ। সুতরাং, তাদের বলব একটা সেশনে যা যা করণীয় সবকিছু কর। তারপর কিছু অসুবিধা বা প্রয়োজন হলে জানিও। সকলে মিলে ব্যাটিং, বল, ফিল্ডিং, আরও যা যা সম্ভব সেই বিষয়ে কাজ করা যাক।’

অন্যদিকে, দীপক চাহার কবে মাঠে ফিরবেন জানা নেই। তবে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচের আগেই চেন্নাই সুপার কিংস-এ যোগ দিলেন রুতুরাজ গায়কোয়াড। ডানহাতির কব্জির চোট সারিয়ে সিএসকে শিবিরে যোগ দিলেন এই ডানহাতি ওপেনার। ফলে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যে স্বস্তি পেলেন সেটা কিন্তু বলাই যায়। বুধবার রাতের দিকে সুরাতের টিম হোটেলে যোগ দেন রুতুরাজ। সেই ভিডিও টুইটারে পোস্ট করেছে সিএসকে। আগামী ২৬ মার্চ গতবারের রানার্স আপ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে চারবারের আইপিএল জয়ী চেন্নাই। এর আগে রুতুরাজ চোট সারিয়ে ফিরে আসায় 'ড্যাডিস আর্মি'তে সমস্যা অনেকটা কমে গেল। গত বছর ফর্মের তুঙ্গে ছিলেন রুতুরাজ। শুরু থেকে শেষ পর্যন্ত ধোনির দলের ব্যাটিংকে একা টেনে নিয়ে গিয়ে করেছিলেন ৬৩৫ রান। হয়েছিলেন অরেঞ্জ ক্যাপের মালিক।

Find Out More:

Related Articles: