অনেকদিন ধরেই আলোচনা চলছিল কলকাতার নতুন জার্সি কবে প্রকাশ পাবে। অবশেষে সেই প্রতিক্ষার অবসান। দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নয়া জার্সি। তাতে যে প্রচুর পরিবর্তন হয়েছে, তেমনটা নয়। মোটের উপর আগেরবারের ধাঁচেই তৈরি হয়েছে এবারের জার্সি। কিছুটা হেরফের হয়েছে নকশায়। বেগুনি রং আরও বেশি উজ্জ্বল হয়েছে। বুকে জ্বলজ্বল করছে কেকেআরের লোগো। সঙ্গে দলের মূল স্পনসরও পালটে গিয়েছে। নাইট মালিক শাহরুখ খানের স্টাইলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সি প্রকাশ করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। গতবারের ফাইনালিস্ট দুটি দল কলকাতা এবং চেন্নাই ম্যাচ দিয়েই এবারের আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ।
অন্যদিকে, সিরাজ ভোলেননি বিরাটের ঋণের কথা। এক সাক্ষাৎকারে সিরাজ বলছেন বিরাটের কথা। ২৭ বছরের হায়দরাবাদি পেসার আজও ভোলেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে ২০১৮ সালের সেই 'অভিশপ্ত' বছরের কথা। সেই বছর সিরাজ ১১টি উইকেট নিয়েছিলেন ঠিকই, কিন্তু হজম করছিলেন ৩৬৭ রান। ইকনমি ছিল ৮.৯৫। সেই বছরের স্মৃতিচারণা করে সিরাজ বলেন, "২০১৮ সালে আমি আরসিবি-র হয়ে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছিলাম। অম্য় যে কোনও ফ্র্যাঞ্চাইজি হলে আমাকে ছেড়ে দিত। অন্য যে কোনও দলে আমি বাদ পড়তাম। কিন্তু কোহলি আমার ওপর আস্থা রেখেছিল। আমাকে সমর্থন করে গিয়েছিল। আজ আমি যা হয়েছি তার পুরো কৃতিত্ব বিরাট ভাইয়ের। নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে পাওয়া থেকে বোলিং এবং সবকিছু। বিরাট না থাকলে এমনটা হতে পারত না।"