২০২১ সালের জানুয়ারি মাসে এসিসি-র সভাপতি মনোনিত হন জয় শাহ। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন তিনি। আরও এক বার এসিসি-র সভাপতির দায়িত্ব পাওয়া পর শাহ জানিয়েছেন, ক্রিকেটের উন্নতির জন্য এসিসি ধারাবাহিক ভাবে কাজ চালিয়ে যাবে। এসিসি সভাপতি বলেছেন,‘‘এই অঞ্চলে ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমরা আগের মতোই দায়বদ্ধ থাকব। বিশেষ করে মহিলাদের ক্রিকেটের আরও উন্নয়ন প্রয়োজন। প্রাথমিক স্তরের কিছু প্রতিযোগিতাও আয়োজন করবে এসিসি।’’ তিনি আরও বলেছেন, ‘‘আশা করি অতিমারী আমরা পিছনে ফেলে এসেছি। এখান থেকে এসিসিকে আরও এগিয়ে যেতে হবে। নতুন কিছু গ্রহণ করতে, নতুন কিছু উদ্ভাবন করতে এবং সর্বোপরি এসিসি-কে আরও সাহায্য করতে চাই।’’
অন্যদিকে, একদম সুস্থ আছেন শামিলিয়া কোনেল (Shamilia Connell)। দলে যোগ দিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। শুক্রবার বাংলাদেশের (WIWvsBANGW) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতলেও ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের (West indies) এই জোরে বোলার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তবে শনিবার ক্যারিবিয়ান দলের তরফ থেকে তাঁর মেডিক্যাল আপডেট দেওয়া হল। মেডিক্যাল আপডেটে বলা হয়েছে, 'খেলা চলার সময় অসুস্থ হয়ে পড়ার জন্য শামিলিয়া কোনেলকে শুক্রবার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন অনেকটা ভাল আছেন শামিলিয়া। তাই দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছে।'