দলের স্বার্থে সব জায়গায় ব্যাট করতে রাজি আছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এর আগে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন নাইটদের নতুন সেনাপতি। ১২ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে কলকাতায় আসা শ্রেয়স নিজের ব্যাটিং পজিশন নিয়ে বলেন, "সবাই জানে আমি তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করি। অনেক বছর ধরেই এই জায়গায় ব্যাট করে আসছি। কারণ তিন নম্বরে ব্যাট করলে অনেকটা সময় পাওয়া যায়। তবে এর মানে এই নয় যে আমি সেই পজিশন আগলে রেখে দেব। দলের স্বার্থে আমি সব জায়গায় ব্যাট করতে রাজি আছি।" এরপরেই তিনি ফের যোগ করেন, "কোনও এক দিন আমাকে পাওয়ার হিটারের ভূমিকা নিতে হতে পারে, কোনও দিন হয়তো আমাকে ইনিংস গড়তে হতে পারে। পরিস্থিতি অনুযায়ী ভূমিকা পাল্টাবে। কোনও এক জন রোজ ইনিংস গড়বে সেটা হতে পারে না। তাই দল যেখানে চাইবে, আমি সেখানেই ব্যাট করতে রাজি।"
অন্যদিকে, এই মাসের শুরুর দিকে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্রিকেটের নিয়মে কিছু বদল আনে। সেখানে মাঁকড়ীয় পদ্ধতিতে আউটকে ‘অন্যায় আউট’ না বলে, শুধু মাত্র রান আউট হিসাবে গণ্য করতে বলা হয়েছে। ক্রিকেটাররা এই নিয়ে দুই ধরনের মত প্রকাশ করছেন। এমসিসি-র নতুন নিয়ম নিয়ে খুশি হতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের ব্র্যায়ান লারা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লারা বলেন, “আমি এখনও মনে করি এই ধরনের আউট ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী নয়।” মাঁকড়ীয় আউট করায় রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তিনি এই ধরনের আউটে কোনও ভুল দেখছেন না। তবে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড এই সিদ্ধান্তের বিরুদ্ধে।