আর্জেন্টিনা তারকাকে পরের ম্যাচে পাবে না পিএসজি। মোনাকোর বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। কারণ, জ্বর হয়েছে লিওনেল মেসির। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় পিএসজি। এর পর ঘরের মাঠে ন্যান্টেসের বিরুদ্ধে ৩-০ জিতলেও সমর্থকদের থেকে তীব্র কটাক্ষ করা হয় মেসিকে। মোনাকোর বিরুদ্ধে নেই অ্যাঞ্জেল দি মারিয়া। চোট রয়েছে তাঁর। সার্জিয়ো র্যামোস এবং আন্দের হেরেরা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এই ম্যাচে নেই। মাসের শেষে মেসিকেও দেশের হয়ে খেলার জন্য চলে যেতে হবে। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এর আগে জানুয়ারি মাসে দেশের হয়ে দু’টি ম্যাচ খেলতে পারেননি মেসি। সেই সময় করোনা হয়েছিল তাঁর।
অন্যদিকে, দলের স্বার্থে সব জায়গায় ব্যাট করতে রাজি আছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এর আগে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন নাইটদের নতুন সেনাপতি। ১২ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে কলকাতায় আসা শ্রেয়স নিজের ব্যাটিং পজিশন নিয়ে বলেন, "সবাই জানে আমি তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করি। অনেক বছর ধরেই এই জায়গায় ব্যাট করে আসছি। কারণ তিন নম্বরে ব্যাট করলে অনেকটা সময় পাওয়া যায়। তবে এর মানে এই নয় যে আমি সেই পজিশন আগলে রেখে দেব। দলের স্বার্থে আমি সব জায়গায় ব্যাট করতে রাজি আছি।" এরপরেই তিনি ফের যোগ করেন, "কোনও এক দিন আমাকে পাওয়ার হিটারের ভূমিকা নিতে হতে পারে, কোনও দিন হয়তো আমাকে ইনিংস গড়তে হতে পারে। পরিস্থিতি অনুযায়ী ভূমিকা পাল্টাবে। কোনও এক জন রোজ ইনিংস গড়বে সেটা হতে পারে না। তাই দল যেখানে চাইবে, আমি সেখানেই ব্যাট করতে রাজি।"