নিজের দেশের মটিতেই হারতে হলো পাকিস্তানকে। অবশ্য চতুর্থ দিন পর্যন্ত বোঝা যায়নি এমনটা হতে চলেছে। পাকিস্তানের (Pakistan) টার্গেট দাঁড়িয়েছিল ৩৫১ রান। এরমধ্যে আবার চতুর্থ দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৭৩ রান তুলে ফেলেছিল পাক দল। ফলে অনেকের মনে হয়েছিল অজিরা অতি আত্মবিশ্বাস দেখিয়ে ফেললো না তো! কিন্তু লাহৌর টেস্টের শেষদিন সব হিসেব বদলে দিলেন ন্যাথান লিও (Nathan Lyon) এবং প্যাট কামিন্স। ফলে ইমাম উল হক (Imam-ul-Haq) ও বাবর আজমের লড়াইকে জলে ফেলে ১১৫ রানে জেতার সঙ্গে সিরিজও জিতে নিল অস্ট্রেলিয়া (Australia)। চতুর্থ দিনের খেলা শেষে একটিও উইকেট হারায়নি পাকিস্তান। শেষ দিন তাদের দরকার ছিল ২৭৮ রান। কিন্তু খেলা শুরুর কিছুক্ষণ পরেই প্রথম উইকেট হারায় তারা। ফিরে যান আবদুল্লা শফিক (২৭)। একশো পেরনোর পরেই ফেরেন আজহার আলি। ওপেনার ইমাম উল-হকের সঙ্গে জুটি গড়ছিলেন বাবর আজম। কিন্তু ৭০ রানের মাথায় ফেরেন ইমাম। বাবর তবু ধৈর্য ধরে ক্রিজে পড়েছিলেন। কিন্তু উল্টোদিকে কোনও সতীর্থকেই পাচ্ছিলেন না সঙ্গ দেওয়ার জন্য। অর্ধশতরান করে তিনি আউট হতেই পাকিস্তানের সব স্বপ্ন শেষ হয়ে যায়।
তিন টেস্টের সিরিজে ৪৯৬ রান করার জন্য সিরিজের সেরা হয়েছেন উসমান খোয়াজা। গড় ১৬৫.৩৩। সঙ্গে ছিল ২টি শতরান ও ২টি অর্ধ শতরান। অন্যদিকে শেষ টেস্টের দুই ইনিংসে ৭৯ রানে ৮ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হলেন প্যাট কামিন্স।