২০২১ সালে আইপিএলে যে মহেন্দ্র সিং ধোনিকে দেখা গিয়েছিল, ২০২২ সালের আইপিএলে সেই ধোনি সম্পূর্ণ আলাদা। এই সিজনের আইপিএলে 'মাহি মার রাহা হে' রিংটোন বাজছে। আর সেই সঙ্গে দুটো ম্যাচ খেলার পরই নতুন রেকর্ডের মালিক হলে প্রাক্তন ভারত অধিনায়ক। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৬ রান করার পথে দুর্দান্ত একটি মাইলস্টোন টপকে যান মহেন্দ্র সিং ধোনি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারের ৭০০০ রান পূর্ণ করেন ধোনি। দরকার ছিল ১৫ রান। এই ম্যাচের পরে ধোনির টি-২০ রান সংখ্যা দাঁড়ায় ৭০০১। ৩৪৯টি ম্যাচের ৩০৮টি ইনিংসে ব্যাট করতে নেমে এমন কৃতিত্ব অর্জন করেন মাহি। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে ৭ হাজারি ক্লাবের সদস্য হন ধোনি।
প্রসঙ্গত, ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ১০ হাজারের বেশি রান করেছেন তিনি। আপাতত বিরাট ৩২৮টি ম্যাচের ৩১১টি ইনিংসে ১০৩২৬ রান সংগ্রহ করেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ভারতের সব থেকে টি-২০ রান সংগ্রহকারীদের তালিকায় রোহিত শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি ৩৭১টি ম্যাচের ৩৫৮টি ইনিংসে ৯৯৩৬ রান সংগ্রহ করেছেন। তালিকার তিন নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। ৩০৪টি টি-২০ ম্যাচের ৩০১টি ইনিংসে ধাওয়ানের সংগ্রহে রয়েছে ৮৮১৮ রান।