অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

frame অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

A G Bengali
অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেই পুরো সময়ের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বুধবার এই ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে ম্যাকডোনাল্ডের মেয়াদ হবে চার বছর। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দলের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন তিনি। তবে এবার সব ধরনের ক্রিকেটেই তিনিই দলের প্রধান কোচ হলেও তাঁর চাপ কমানোর জন্য এক অন্য সিদ্ধান্তও নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সীমিত ওভারের ক্রিকেটের কিছু সিরিজে দায়িত্ব সামলাবেন কোনও এক জন সহকারী কোচ।


ম্যাকডোনাল্ড ২০১৯ সালে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হন। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সঙ্গেও যুক্ত ছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁকে এখন দল নিয়ে শ্রীলঙ্কা ও ভারত সফর করতে হবে। এরপর তাঁর নির্দেশনায় অস্ট্রেলিয়া দল ২০২২ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শিরোপা রক্ষার জন্য খেলতে নামবে। দায়িত্ব পেয়ে খুশি ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘এই দুর্দান্ত সুযোগটা পেয়ে সম্মানিত বোধ করছি। আশা করছি দারুণ উত্তেজক একটা সময় কাটাতে পারব।’’ ম্যাকডোনাল্ড আরও বলেছেন, ‘‘আমার লক্ষ্য থাকবে উন্নতির সঙ্গে সঙ্গে অভিজ্ঞ দল গঠন করা। যে দলে যথেষ্ঠ গভীরতা থাকবে। সকলের সঙ্গে একযোগে কাজ করতে চাই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে।’’  ল্যাঙ্গারের স্থলাভিষিক্ত হওয়া কাজটা কঠিন হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। কারণ কোচ হিসেবে অস্ট্রেলিয়াকে দারুণ সাফল্য দিয়েছেন ল্যাঙ্গার। তাঁর সময়ে অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে অ্যাশেজ জেতার পাশাপাশি প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে।(ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া)

Find Out More:

Related Articles:

Unable to Load More