পঞ্জাবের থেকে আক্রমণাত্মক ক্রিকেট দেখতে পাবেন সমর্থকরা: মায়াঙ্ক

A G Bengali
পঞ্জাব কিংসের অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল জানিয়ে দিলেন যে এ বছর কী ধরনের ক্রিকেট খেলতে চান তাঁরা। ময়ঙ্কের কথায়, এ বার পঞ্জাবের থেকে আক্রমণাত্মক ক্রিকেট দেখতে পাবেন সমর্থকরা। মুম্বইকে হারিয়ে ময়ঙ্ক বলেন, ‘‘খুব কঠিন ম্যাচ ছিল। দলের জয়ে যোগদান করতে পেরে ভাল লাগছে। ম্যাচে অনেকগুলি মুহূর্ত ছিল যেখান থেকে খেলা যে কোনও দিকে যেতে পারত। সেই সব মুহূর্ত আমরা জিতেছি। সে জন্য শেষ পর্যন্ত ম্যাচেও জয় পেয়েছি। এ বার আমরা এই ধরনের আক্রমণাত্মক ক্রিকেট খেলব। আমরা আমাদের মানসিকতা দেখিয়ে দিয়েছি। জেতার জন্যই মাঠে নামব।’’

ভারতের 'টেস্ট স্পেশ্যালিস্ট' চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) খেলছেন একই দলের হয়ে! বৃহস্পতিবার পূজারা-রিজওয়ান সাসেক্সের (Sussex) হয়ে অভিষেক করলেন। এদিন কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে সাসেক্স মুখোমুখি হয়েছে ডার্বিশায়ারের (Derbyshire) বিরুদ্ধে। ম্যাচের আগে সাসেক্স ডেবিউ ক্যাপ তুলে দেয় পূজারা-রিজওয়ানকে। এই দুই ক্রিকেটার একে অপরকে জড়িয়ে ছবি তুলেছেন। সেই ছবি সাসেক্স টুইট করেছে। ভারত-পাকিস্তানের ফ্যানরা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দুই ক্রিকেটারকে এক ফ্রেমে দেখে নিজেদের উন্মাদনা ধরে রাখতে পারেননি। সোশ্যালে তুমুল চর্চা হচ্ছে এই ছবি নিয়ে। সাসেক্স পূজারার পঞ্চম কাউন্টি চ্যাম্পিয়নশিপ ক্লাব। এর আগে ভারতের তারকা ব্যাটার ডার্বিশায়ার, ইয়র্কশায়ার (২ বার) ও নটিংহ্যামশায়ারের (Nottinghamshire) হয়ে খেলছেন। অন্যদিকে রিজওয়ান কেরিয়ারে প্রথমবার কাউন্টি ক্রিকেটের স্বাদ নিচ্ছেন। সাসেক্স তাদের প্রথম ম্যাচে হেরেছে। দ্বিতীয় ম্যাচে সাসেক্স দুই আন্তর্জাতিক তারকাকে পেয়েছে টিমে।

Find Out More:

Related Articles: