আবার হার চেন্নাইয়ের

frame আবার হার চেন্নাইয়ের

A G Bengali
কিলার মিলারের ব্যাটে ধ্বংস হয়ে গেল চেন্নাই। আরসিবির বিরুদ্ধে চলতি আইপিএলের প্ৰথম জয় পেয়েছিল সিএসকে। দ্বিতীয় জয় ধোনিদের সামনে রুখে দিলেন ডেভিড মিলার। ৫১ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংসে মিলার একা জিতিয়ে দিলেন গুজরাট টাইটান্সকে। রবিবার গুজরাত টাইটান্সের কাছে তিন উইকেটে হেরে গেল তারা। পরিকল্পনা কাজে লাগাতে না পারাকেই হারের জন্য দায়ী করছেন অধিনায়ক রবীন্দ্র জাডেজা। স্বীকার করেছেন, শেষ পাঁচ ওভারে তাঁরা চাপে ছিলেন। ফলে কোনও পরিকল্পনাই কাজে লাগেনি। জাডেজার কথায়, “আমাদের শুরুটা ভাল হয়েছিল। প্রথম ছয় ওভার ভাল বল করেছি। তবে মিলারকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ সব ক্রিকেটীয় শট খেলেছে ও। যখন আমরা ব্যাটিং করছিলাম, তখন বল থমকে ব্যাটে আসছিল। তাই ভেবেছিলাম ১৬৯ জয়ের মতোই রান। কিন্তু শেষ পাঁচ ওভারে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।”

চেন্নাই স্কোরবোর্ডে তুলেছিল মাত্র ১৬৯। সেই রান তাড়া করে মাত্র এক বল বাকি থাকতে রুদ্ধশ্বাস জয় পেল।গুজরাট। হার্দিক পান্ডিয়া চোটের জন্য খেলতে পারেননি। তার বদলে অধিনায়ক হিসেবে নেমে ব্যাটে-বলে চরম পারফরম্যান্স মেলে ধরলেন রশিদ খান। বল হাতে ৪ ওভারে মাত্র ২৯ রান যেমন খরচ করলেন। ব্যাট হাতে নেমে মিলারের সঙ্গে ২১ বলে ৪০ করে দলকে জয়ের স্টেশনে পৌঁছে দেন রশিদ খান। ওভার পিছু ৮ রান তাড়া করতে নেমে গুজরাট শুরুটা শোচনীয় করেছিল। পাওয়ার প্লে-র মধ্যেই ১৬/৩ থেকে একসময় টাইটান্স ৪৮/৪ হয়ে যায় ঋদ্ধিমান সাহা ফিরে যাওয়ার পরে। রবীন্দ্র জাদেজা, মহেশ থিকসানা, মুকেশ চৌধুরীরা যেন প্রহেলিকা নিয়ে হাজির হয়েছিলেন গুজরাটের ব্যাটিং লাইন আপের সামনে। তবে ষষ্ঠ উইকেটে রশিদ-মিলার জুটিতে ৭০ রান যোগ করে ম্যাচ চেন্নাইয়ের হাত থেকে ছিনিয়ে নেয় টাইটান্স শিবির। ১৯ তম ওভারে ব্র্যাভো রশিদ এবং আলজেরি জোসেফকে ওভারের শেষ দুই বলো ফিরিয়ে দিয়ে মরণকামড় দিয়েছিলেন। শেষ ওভারের জয়ের জন্য গুজরাটের দরকার ছিল ১৩ রান। ক্রিস জর্ডন অবশ্য মিলারের সামনে সেই রান ডিফেন্ড করতে পারেননি। তৃতীয় এবং চতুর্থ বলে পরপর ছক্কা, চার হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে দেন প্রোটিয়াজ তারকা।

Find Out More:

Related Articles:

Unable to Load More