প্রত্যাশা মতোই ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হলেন অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হলেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার স্টোকসের নাম টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করল ইসিবি। নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর স্টোকস ধন্যবাদ জানিয়েছেন তাঁর পূর্বসূরী জো রুটকে। স্টোকস বলেছেন, ‘‘ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। এটা অবশ্যই একটা বিশেষ ব্যাপার। আসন্ন গ্রীষ্ম থেকে কাজ শুরু করা ব্যাপারে আমি উত্তেজিত। ইংল্যান্ডের ক্রিকেটের জন্য রুট যা যা করেছে, সে সবের জন্য ওকে ধন্যবাদ জানাতে চাই। ও সব সময়ই ক্রিকেট খেলাটার এক জন দুর্দান্ত দূত। নেতা হিসেবে আমার পরিণত হয়ে ওঠার পিছনেও সাজঘরে ওর প্রচুর অবদান রয়েছে। চাইব আগামী দিনেও রুট আমার সহযোগী হিসেবে এই কাজটা চালিয়ে যাক।’’
অন্যদিকে, সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা অধিনায়কের মতো পৃথক কোচও নিয়োগ করতে চলেছে ইসিবি। সেই অনুযায়ী টেস্টে ইংল্যান্ডের নতুন হেড কোচ নিযুক্ত হতে চলেছেন গ্যারি কার্স্টেন। কোচ হিসেবে ভারতকে বিশ্বকাপ জেতানো কার্স্টেন এই মুহূর্তে আইপিএল দল গুজরাট টাইটান্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন। শোনা যাচ্ছে যে, কার্স্টেনের সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট টিমের নতুন ডিরেক্টর রব কি'র কথাবার্তা প্রায় সারা। কার্স্টেন ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। তবে চুক্তির পথে একমাত্র কাঁটা হতে পারে গ্যারির আইপিএল ডিউটি। শুধু তাই নয়, টেলিগ্রাফের খবর অনুযায়ী স্টোকস চাইছেন দুই সিনিয়র পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে টেস্টের আঙিনায় ফিরিয়ে নেওয়া হোক। সুতরাং, নতুন অধিনায়ক স্টোকসের হাত ধরে ব্রড-অ্যান্ডারসন জুটি ফের লাইফ-লাইন পেতে চলেছে।