ন্নাইয়ের ক্যাপ্টেন এমএস ধোনির (MS Dhoni) সামনে অনন্য টি-২০ রেকর্ড স্পর্শ করার হাতছানি রয়েছে। বিরাট কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে ধোনি ৬০০০ টি-২০ রান করতে পারেন এদিন। চেন্নাইয়ের অধিপতির প্রয়োজন আর মাত্র ৬ রান। ধোনি ৩০১ ম্যাচে (১৮৫ ইনিংস) ৫৯৯৪ রান করেছেন ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে। তাঁর গড় ৩৮.৬৭, রয়েছে ২৩টি ফিফটি। কোহলি ১৯০ ম্যাচে (১৮৫ ইনিংস) ৬৪৫১ রান করেছেন। কোহলির ঝুলিতে ৫টি সেঞ্চুরি, ৪৮টি অর্ধ-শতরান রয়েছে। কোহলি-ধোনির পরে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। 'হিটম্যান' এখনও পর্যন্ত ৪৭২১ রান করেছেন ৩১.০৫-এর গড়ে।
অন্যদিকে, আগের ম্যাচে অর্ধশতরান করলেও চলতি মরসুমে বিরাট কোহলীর ব্যাটে সে ভাবে রান নেই। সেই কারণে বার বার সমালোচিতও হচ্ছেন তিনি। অনেকেই মনে করছেন, কোহলীর জীবনের সোনালি দিন শেষ হয়ে গিয়েছে। তবে এই ধারণার বিরোধী এবি ডিভিলিয়ার্স। জানালেন, ব্যাটে রান নেই বলে রাতারাতি কোনও ক্রিকেটার খারাপ হয়ে যান না। সংবাদ সংস্থাকে ডিভিলিয়ার্স বলেছেন, “যে কোনও ক্রিকেটারেরই খারাপ ছন্দ আসে। একটা-দুটো ইনিংস খেললেই খারাপ ছন্দ কেটে যায়। হ্যাঁ, পর পর খারাপ ইনিংস খেললে সেখান থেকে ফেরা কঠিন হয়ে যায়। কিন্তু স্বচ্ছ মন এবং মানসিক শক্তি থাকলে খারাপ ছন্দ কেটে বেরিয়ে আসা সম্ভব। কোনটা কতটা দরকার সেটা সেই ক্রিকেটারকেই ঠিক করতে হবে।” এর পরেই কোহলীর সম্পর্কে ডিভিলিয়ার্স বলেছেন, “রাতারাতি কেউ খারাপ ক্রিকেটার হয়ে যায় না। আমি সেটা জানি। বিরাট নিজেও সেটা জানে। কী ভাবে আপনি নিজের মনকে তৈরি রাখছেন তার উপরে অনেক কিছু নির্ভর করে। খোলা মনে এবং সতেজ হয়ে যে কোনও ম্যাচে খেলতে নামা উচিত। তা হলেই সমস্যা থেকে বেরনো যাবে।”