রবিবার ম্যাচের পরে জাতীয় দলের সতীর্থ মহম্মদ শামির সঙ্গে তা নিয়ে খোলামেলা কথাবার্তা বলেন ঋদ্ধি, যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে আইপিএল ওয়েবসাইটে। সেখানেই ঋদ্ধি জানান, ওপেনার হিসেবে প্রথম ছ’ওভারকে পুরোদস্তুর কাজে লাগাতে তিনি বড় শট নেওয়ার বিশেষ প্রস্তুতি নিয়েছেন। শামিকে তিনি বলেন, ‘‘তুমি তো আমার সঙ্গে কলকাতায় ক্লাব ক্রিকেট এবং বাংলার হয়েও দীর্ঘ সময় খেলেছ। আমি বরাবর শুরুর দিকের ওভারগুলোতে দ্রুত রান তুলতে পছন্দ করি। নিজের আয়ত্তের মধ্যে যে শটগুলো রয়েছে, তা কাজে লাগিয়েই এ বারের আইপিএলে দলকে সাহায্য করার চেষ্টা করছি। সেই দায়িত্বটা ভাল উপভোগও করছি।’’ যোগ করেন, ‘‘শর্ট বলেও যাতে লম্বা শট নিতে পারি, তার জন্য আইপিএলের আগে বিশেষ প্রস্তুতিও নিয়েছিলাম। ’’
শামির প্রশ্নে এখনও পর্যন্ত ৮ ম্যাচে ২৮১ করে ফেলা ঋদ্ধির সংযোজন, ‘‘রানটা খুব বেশি ছিল না। আমাদের মনে হয়েছিল, প্রথম ছয় ওভারে ৫০-এর উপরে রান উঠে গেলে বিশেষ ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। তখন জোর দিয়েছিলাম খুচরো রান নেওয়ার উপরে। তার মধ্যে চার মারার বল পেলে মারব। এমনই সহজ পরিকল্পনা নিয়ে ম্যাচটা খেলেছিলাম। তাতেই জয় নিশ্চিত হয়ে যায়।’’
অন্যদিকে, আইপিএলের (IPL 2022) ৬৪ নম্বর ম্যাচে গত সোমবার মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (Dr DY Patil Sports Academy, Mumbai) মুখোমুখি হয়েছিল দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। দিল্লি ১৭ রানে পঞ্জাবকে হারিয়ে প্লেঅফের আশা জিইয়ে রাখে। আর এই ম্যাচেই পঞ্জাবের প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা (Kagiso Rabada) আইপিএল ইতিহাস লেখেন। রাবাদা এই ম্য়াচে মাত্র একটি উইকেট নেন। মিচেল মার্শকে (৪৮ বলে ৬৩) তিনি আউট করে দেন। এই উইকেটের সঙ্গেই রাবাদার ঝুলিতে চলে আসে আইপিএলের ৯৮ তম শিকার। রাবাদা টপকে যান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেনকে (Dale Steyn)। স্টেনের আইপিএলে উইকেট সংখ্য়া ৯৭।