অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাকালাম জুটির প্রথম পরীক্ষা নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সেই দলে ফিরিয়ে আনা হল জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডকে। দুই অভিজ্ঞ পেসারের উপর ভরসা রাখছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সেই দলে ছিলেন না অ্যান্ডারসন এবং ব্রড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁদের ফিরিয়ে আনা হল। কিউইদের বিরুদ্ধে মোট তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ১৩ জনের যে দল বেছে নেওয়া হয়েছে সেটা প্রথম দুই টেস্টের জন্য। পেসার ম্যাথু পটস এবং ডানহাতি ব্যাটার হ্যারি ব্রুক প্রথম বার জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড দলে। ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাওয়া জ্যাক লিচ, ক্রেইগ ওভারটন এবং অ্যালেক্স লিস জায়গা ধরে রেখেছেন। এই সিরিজের পর ভারতের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড।
অন্যদিকে, উইলিয়ামসনের নেতৃত্বে কমলা বাহিনী ১২ ম্যাচের মধ্যে মাত্র ৫ ম্যাচ জিতেছে। হেরেছে ৭ ম্যাচ। ১০ দলীয় লড়াইয়ে হায়দরাবাদ আটে। উইলিয়ামসনের চলতি দশার সঙ্গে রিকি পন্টিংয়ের তুলনা টেনেছেন হরভজন। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন পন্টিং। তাঁর বদলে রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে ওঠে গুরুদায়িত্ব। মুম্বই আইপিএল চ্যাম্পিয়ন হয়। হরভজন সেই দৃষ্টান্ত টেনে এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "রিকি পন্টিংয়ের সঙ্গে ২০১৩ সালে এমনটা হয়েছিল। ও নেতৃত্ব দিয়ে বুঝতে পারে যে, ওর ব্যাট হাতে দলকে ডোবাচ্ছে। ৫-৬টি ম্য়াচের পরেই পন্টিং দায়িত্ব থেকে সরে এসে থিঙ্ক ট্যাঙ্কের সদস্য হয়ে যায়। আমরা খেতাব জিতি। উইলিয়ামসন অবশ্যই অন্য কাউকে অধিনায়কত্ব দিয়ে দিক। নিজের ব্য়াটিংয়ে ফোকাস করুক। ও অধিনায়ক হিসাবে পরেববার ফিরে আসুক।" চলতি আইপিএলে উইলিয়ামসন ১৩ ম্য়াচে মাত্র ২০৮ রান করেছেন। তাঁর গড় ১৮.৯১।