ইডেনে ভারত-অস্ট্রেলিয়া মহারণ?

frame ইডেনে ভারত-অস্ট্রেলিয়া মহারণ?

A G Bengali
অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। তার প্রস্তুতিস্বরূপ ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। তাও এই ভারতে। আর এই সিরিজের একটি ম্যাচই হওয়ার কথা চলছে ইডেনে। আপাতত সূচি অনুযায়ী, কোনও ম্যাচ পাওয়ার কথা নয় ইডেনের। কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন সিএবি কর্তারা। বিশেষ করে যখন বিসিসিআই প্রেসিডেন্ট বাংলার মহারাজ। তাই চলতি বছরই একটি আন্তর্জাতিক ম্যাচ করার চেষ্টা চালাচ্ছে সিএবি। আর সেটা হতে পারে পুজোর ঠিক আগেই। আসলে এর আগে কোভিডের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি একদিনের ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। ২০২০ সালের ১৮ মার্চ সেই ম্যাচ হওয়ার কথা ছিল। তার পরিবর্তে এ বার অজিদের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ পেতে পারে ইডেন।


অন্যদিকে, আবার পাঁচ গোল, আবার ব্রাজিল। কিন্তু এবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার সিওলে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল করে। এর মধ্যে রয়েছে নেইমারের দুটি পেনাল্টি। প্যারিস সেন্ট-জার্মেইনের এই ফরোয়ার্ড দেশের হয়ে তাঁর ৭২ এবং ৭৩ তম গোল দুটি করে ফেললেন সিওলে। ব্রাজিলের হয়ে এখনও সব থেকে বেশি  গোলে রেকর্ড পেলের দখলে। তাঁর রয়েছে ৭৭টি গোল। সিওল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনকেও ম্লান করে দেয় ব্রাজিল। সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে যৌথ ভাবে মহম্মদ সালাহ-র সঙ্গে গোল্ডেন বুট জিতেছে সন। বুধবার অনুশীলনের সময় ডান পায়ে চোট পান নেইমারের। রিচার্লিসন, ফিলিপ কুটিনহো এবং গ্যাব্রিয়েল জেসুস এই ম্যাচে গোল করলেও সবাইকে ছাপিয়ে যান নেইমার। ফিফা র‍্যাঙ্কিংয়ে থাকা এক নম্বর দল ব্রাজিল।

Find Out More:

Related Articles:

Unable to Load More