রোহিত শর্মা করোনা আক্রান্ত

A G Bengali
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের সঙ্গে করোনা যেন সমার্থক হয়ে উঠেছে। গত বছর ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। প্রথম চারটি টেস্ট নির্বিঘ্নেই হয়। কিন্তু পঞ্চম টেস্টের আগে করোনার প্রাদুর্ভাব বাড়ায়, সেটি স্থগিত হয়ে যায়। সেই টেস্টটিই ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা। তার আগে ফের করোনা আতঙ্ক। বিসিসিআই তাদের টুইটার হ্যান্ডলের মাধ্যমে জানিয়েছে, ‘শনিবার একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (RAT) করার পরে #TeamIndia ক্যাপ্টেন মিস্টার রোহিত শর্মার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এই মুহূর্তে টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন এবং বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’

অন্যদিকে, আর তর সইছে না বিরাট কোহলীর। বার্মিংহ্যামে নামতে মুখিয়ে রয়েছেন তিনি। লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ এখনও শেষ হয়নি। তার মধ্যেই টুইট করেছেন কোহলী। লিখেছেন, ‘ধন্যবাদ লেস্টার। বার্মিংহ্যামের অপেক্ষায়।’ প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৩৩ রান করেছেন কোহলী। চারটি চার ও একটি ছক্কা মেরেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৩৩ রানের মাথায় রোমান ওয়াকারের একটি ভিতরের দিকে ঢুকে আসা বল প্যাডে লাগায় তাঁকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি কোহলী। দ্বিতীয় ইনিংসে সাত নম্বরে ব্যাট করতে নামেন কোহলী। ছন্দে ছিলেন তিনি। পাঁচটি চার ও দু’টি ছক্কার সাহায্যে অর্ধশতরান করেন। ৬৭ রান করে যশপ্রীত বুমরার বলে আউট হন তিনি। ২০১৯ সালের অক্টোবর মাসের পর থেকে শতরান নেই কোহলীর ব্যাটে। কয়েকটি অর্ধশতরান করলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে রানের খরা কাটাতে চাইছেন কোহলী। মাঠে নামতে আর তর সইছে না তাঁর।

Find Out More:

Related Articles: