রেকর্ড বুকে নাম হার্দিকের

frame রেকর্ড বুকে নাম হার্দিকের

A G Bengali
ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই নজির গড়লেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে কোনও উইকেট নিলেন ভারতের নয়া ক্যাপ্টেন। রবিবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভুবনেশ্বর কুমারের সঙ্গে নয়া বল ভাগ করে নেন হার্দিক। ভুবির প্রথম ওভারের পর ভারতের অধিনায়ক বল করতে আসেন। ওয়াইড দিয়ে শুরু করলেও দ্বিতীয় বলেই পান সাফল্য। হার্দিকের দ্বিতীয় বলে পল স্টার্লিংকে সাজঘরে পাঠিয়ে দেন হার্দিক। আয়ারল্যান্ডের ওপেনার হার্দিকের অফস্টাম্পের বাইরে বলে কভারের উপর দিয়ে চার মারতে চেয়েছিলেন। কিন্তু প্রথম বলের মতো টাইমিং হয়নি। ব্যাটের নীচের প্রান্তে লেগে বল শূন্যে উঠে যায়। মিড-অফ থেকে দৌড়ে এসে ক্যাচ নেন দীপক হুডা। সবমিলিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু'ওভারে ২৬ রান দিয়ে দু'উইকেট নেন হার্দিক।


পাশাপাশি, ভারতের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিতে খুশি হার্দিক পাণ্ডিয়া। আয়ারল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারানোর পর হার্দিক বলেন, ‘‘জয় দিয়ে শুরু করতে পারা সবসময়ই গুরুত্বপূর্ণ।’’ উমরান মালিকের অভিষেক হলেও মাত্র এক ওভার বল করিয়েছেন হার্দিক। সেই ওভারে তরুণ জোরে বোলার দিয়েছেন ১৪ রান। তেমন কার্যকর বোলিং করতে পারেননি আইপিএলে নজরকাড়া উমরান। হার্দিক বলেছেন, ‘‘প্রথম ওভারের পর ওর সঙ্গে কথা বলেছি। ও পুরনো বলে বেশি স্বচ্ছন্দ। আয়ারল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করছিল। তাই ওকে পরে আবার আক্রমণে আনার সুযোগ হয়নি। ও আরও সুযোগ পাবে।’’ হার্দিক প্রশংসা করেছেন আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টরের। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘দারুণ ব্যাট করল। কয়েকটা শট তো দুর্দান্ত। আশা করব হ্যারি আরও উন্নতি করবে এবং আয়ারল্যান্ডের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।’’

Find Out More:

Related Articles:

Unable to Load More