মর্গ্যান কি আয়ারল্যান্ডে ফিরবেন?

A G Bengali
মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক। অবসর নেওয়ার দিনেই তাঁর আয়ারল্যান্ডে ফিরে যাওয়ার জল্পনা উস্কে দিলেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ শেষে এমনটাই ইঙ্গিত দিলেন উইলকিন্স। ক্রিকেটের ধারাভাষ্য দিতে তিনি রয়েছেন আয়ারল্যান্ডে। মঙ্গলবার খেলা শেষে মাঠ থেকে উইলকিন্স বলেন, “আমি শুনছি মর্গ্যানকে আয়ারল্যান্ডে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ওকে মেন্টর হিসাবে দেখা যেতেই পারে। খেলা ছাড়ার পর ব্রেন্ডন ম্যাকালাম যেমন ইংল্যান্ডের কোচ হয়েছে, মর্গ্যান তেমন আয়ারল্যান্ডের কোচ হতে পারে।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রানের খরা চলছে। ফিটনেসও ভাল নয়। তাই এ বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংল্যান্ডের (England) বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান (Eoin Morgan)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেখানে সিরিজ ইংল্যান্ড জিতলেও ব্যাটার হিসেবে মর্গ্যান একেবারে ব্যর্থ। প্রথম দুই ম্যাচে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেছেন। আর তৃতীয় ম্যাচের আগে কুঁচকির চোটের জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তাই ভারতের বিরুদ্ধে (ENG vs IND) সীমিত ওভারের সিরিজে মাঠে নামার আগেই মঙ্গলবার বাইশ গজকে চিরতরে বিদায় জানালেন ২০১৯ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক (ICC 2019 World Cup)।

অন্যদিকে, ভারতের ২২৫ রান তাড়া করতে নেমে মাত্র চার রানে ম্যাচ হারে আয়ারল্যান্ড। ভারতীয় বোলারদের উপর ছড়ি ঘোরাচ্ছিলেন পল স্টার্লিংরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। উমরান মালিক শেষ ওভারে বল করতে এসে ১২ রান দেন। ম্যাচ জিতে নেয় ভারত।

Find Out More:

Related Articles: