মাত্র ৩০ টেস্টের কেরিয়ার ঋষভ পন্তের, এর মধ্যেই ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় শতরান করা হয়ে গিয়েছে তাঁর। লাল বলের ক্রিকেটে পন্তই ভারতের সর্বকালের সেরা কিপার-ব্যাটার কিনা, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। ইংল্যান্ডে গিয়ে একের পর এক কীর্তি গড়ে চলেছেন ঋষভ পন্ত । প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে ইংল্যান্ডে দু’টি শতরান রয়েছে তাঁর। দ্বিতীয় ইনিংসে রান করে আরও একটি পালক নিজের মুকুটে জুড়ে নিলেন পন্ত। ভেঙে দিলেন ৬৯ বছর পুরনো রেকর্ড। প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান করেন পন্থ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে অপরাজিত থাকেন ৩০ রানে। দুই ইনিংস মিলিয়ে তাঁর মোট রান হয়ে যায় ১৭৬। এশিয়ার বাইরে কোনও দেশে ভারতীয় উইকেটকিপার হিসাবে সর্বোচ্চ রান ছিল বিজয় মঞ্জরেকরের। ১৯৫৩-য় কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১৬১ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন পন্ত পন্থ। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে আউট হয়ে গিয়েছেন তিনি। দু’ইনিংস মিলিয়ে তাঁর মোট রান হল ২০৩।
অন্যদিকে, তাঁর পকেটে রয়েছে ২০টি গ্র্যান্ড স্ল্যাম। অদূর ভবিষ্যতে সংখ্যাটা আরও বাড়তে পারে। এর মধ্যেই নতুন অভিযানে নেমে পড়েছেন নোভাক জোকোভিচ। নিজের ছেলেকে টেনিস খেলোয়াড় বানাতে উঠেপড়ে লেগেছেন তিনি। জানিয়েছেন, ছেলের মন এখন ডুবে রয়েছে টেনিসে। ছেলে যদি তাঁর মতো পেশাদার টেনিস খেলোয়াড় হতে চায় তা হলে আপত্তি নেই তাঁর। সম্প্রতি টুইটারে নিজের এবং ছেলে স্টেফানের দু’টি আলাদা ছবি পোস্ট করেছিলেন জোকোভিচ। ছবিতে দু’জনকেই ফোরহ্যান্ড মারতে দেখা গিয়েছে। জোকোভিচ লিখেছেন, ‘কী ভাল লাগছে এটা দেখে।’