উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে নাদাল

frame উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে নাদাল

A G Bengali
নেদারল্যান্ডসের ২৬ বছরের খেলোয়াড় বোটিক ফান ডে জান্ডশুপ যে অদম্য, হার-না-মানা মনোভাব দেখালেন ম্যাচের শেষ পয়েন্ট পর্যন্ত, তা মনে থেকে যাবে বহু দিন। শেষ পর্যন্ত নাদাল জিতলেন ৬-৪, ৬-২, ৭-৬ গেমে। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন তিনি। এ বার খেলবেন আমেরিকার টেলর ফ্রিৎজের বিরুদ্ধে। বোটিকের বিরুদ্ধে লড়াই যে কঠিন হবে এটা জানাই ছিল। চলতি বছরে দুর্দান্ত ছন্দে রয়েছেন নেদারল্যান্ডসের এই খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার পর উইম্বলডনের চতুর্থ রাউন্ড খেলে ফেললেন। শুরুতে কিছুটা হলেও বেগ দিলেন নাদালকে। যে দিকেই নাদাল শট মারছিলেন, বোটিক অতি সহজেই ফিরিয়ে দিচ্ছিলেন। তবে দ্বিতীয় সেটে ছন্দ ফিরে পান নাদাল। নিজের সার্ভিস ধরে রাখার পরেই ব্রেক করেন বোটিককে। এক সময় ৩-০ এগিয়ে যান। বোটিক ম্যাচে ফেরার চেষ্টা করলেও লাভ হয়নি।


অন্যদিকে, ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ফিরেছেন কমেন্ট্রিতে। এই মুহূর্তে স্কাই স্পোর্টসের হয়ে এজবাস্টন টেস্টে ভারত-ইংল্যান্ড ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন ৮৩-র বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার। শাস্ত্রীর সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন দুই প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন-কেভিন পিটারসেন (Kevin Pietersen) ও নাসের হুসেনও (Nasser Hussain)। সোমবার এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই প্রাক্তন তিন ক্রিকেটার ফের ফিরলেন ক্রিকেটে। নেটে শাস্ত্রী সেই চেনা বাঁ-হাতি স্পিনার হিসাবেই ধরা দিলেন। তিনি বল করলেন পিটারসেনকে। নেটে মাইক হাতে ধারাভাষ্য দিলেন নাসের হুসেন। পিটারসেন দেখালেন যে, স্পিন বলের বিরুদ্ধে কীভাবে খেলতে হয়। এই ভিডিও ক্রীড়া অনুরাগীদের মন জয় করে নিয়েছেন।

Find Out More:

Related Articles:

Unable to Load More