ত্রিপুরায় সই করলেন ঋদ্ধিমান সাহা

frame ত্রিপুরায় সই করলেন ঋদ্ধিমান সাহা

A G Bengali
ঋদ্ধি সই করে দিলেন ত্রিপুরায়। শুরু করলেন কেরিয়ারের নতুন ইনিংস। ত্রিপুরা রাজ্য সংস্থার যুগ্ম সচিব কিশোর দাস ও অনান্য আধিকারিকরা ঋদ্ধিকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান তাঁদের ক্রিকেট সংস্থায়। পেশাদার ক্রিকেটার হিসেবে সই করলেন ঋদ্ধি। আনুমানিক প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার চুক্তি হয়েছে বলেই খবর। আগামি মরসুমে ত্রিপুরার হয়ে সব ফরম্যাটেই তাঁকে খেলতে দেখা যাবে। এমনকি তাঁকে দ্বৈত ভূমিকায় ঋদ্ধিকে দেখা যাবে ত্রিপুরায়। তিনি অধিনায়ক ও মেন্টর দায়িত্ব পালন করবেন তিনি। নতুন ইনিংস শুরু করার পর ঋদ্ধি সাংবাদিকদের বলেন, "ইতিমধ্যেই দল নিয়ে খুঁটিনাটি তথ্য জেনে নিচ্ছি। ধাপে ধাপে ত্রিপুরার ক্রিকেটের উন্নতি করাই আমার উদ্দেশ্য। সেই সঙ্গে উঠতি ক্রিকেটাররা যাতে আরও সুযোগ পায়, সে দিকেও নজর দিতে হবে।" ভারতীয় দলে ডাক পাওয়া প্রসঙ্গে ঋদ্ধি বলেন, "প্রত্যেকেরই তো জাতীয় দলে খেলার আশা থাকে। রাহুল দ্রাবিড় নিজের মতো করে দল সাজাচ্ছেন। তিনি যা ভাল বুঝবেন, সেটাই করবেন।" 


অন্যদিকে, ২০২২ মরসুমের জন্য ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের মেন্টর হলেন সম্বরণ বন্দোপাধ্যায়। শুক্রবার লাল-হলুদ ক্লাবে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সেই সঙ্গে জানানো হয় ক্লাবের ক্রিকেট কোচের নামও। দায়িত্ব পেয়ে আপ্লুত রঞ্জিজয়ী বাংলা দলের অধিনায়ক। ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের যুগ্ম কোচ নির্বাচিত হলেন রাকেশ কৃষ্ণাণ এবং সুশীল শিকারিয়া। মেন্টর হয়ে আনন্দবাজার অনলাইনকে সম্বরণ বললেন, “আমি আপ্লুত। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারলে আমার সব সময়ই ভাল লাগে। এমন একটা দায়িত্ব পেয়ে খুব ভাল লাগছে।” বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠকে নতুন মরসুমের মেন্টর এবং যুগ্ম কোচের নাম ঘোষণা করেন ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যাণ মজুমদার। উপস্থিত ছিলেন সহ-সচিব রূপক সাহা ও ক্রিকেট সচিব মানস কুমার রায়।

Find Out More:

Related Articles:

Unable to Load More