রবিবার ম্যাঞ্চেস্টারে তাঁর শতরান বুঝিয়ে দিল ভারতের পরের প্রজন্ম ম্যাচ জেতাতে জানে। সঙ্গী হলেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। রবিবার ভারত জিতল পাঁচ উইকেটে। এক দিনের সিরিজে জয় ২-১ ব্যবধানে। টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত। শূন্য রানে জনি বেয়ারস্টো এবং জো রুটকে ফিরিয়ে দিয়ে শুরুটা ভালই করেছিলেন মহম্মদ সিরাজ। ২৫৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড।
সেই রান তাড়া করতে নেমে ভারতের প্রথম দিকের ব্যাটাররা ফের ব্যর্থ। ধবন আউট এক রানে। রোহিত এবং বিরাট দু’জনেই করেন ১৭ রান। তাঁদের তিন জনকেই ফিরিয়ে দেন রিচি টপলে। সূর্যকুমার যাদবও রান পাননি। তিনি ফেরেন ১৬ রানে। ৭২ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারত ফের এক বার হারের ভ্রূকুটি দেখতে শুরু করে দিয়েছিল। সেখান থেকে ভারতকে ম্যাচ জেতালেন হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থ। বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৫৫ বলে ৭১ রান হার্দিকের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অলরাউন্ডার হার্দিক ভারতের বড় সম্পদ হয়ে উঠছেন। দীর্ঘ দিন পিঠের চোটের জন্য বল করতে পারছিলেন না হার্দিক। তিনি নিয়মিত বল করলে ভারতীয় দলের প্রথম একাদশে ভারসাম্য আনতে পারেন তিনি। রবিবার পন্থের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়েন হার্দিক। সেই জুটিই ভারতকে জয় এনে দেয়। হার্দিকের ইনিংস সাজানো ছিল ১০টি চার দিয়ে। টেস্ট ক্রিকেটে পাঁচটি শতরান করলেও এক দিনের ক্রিকেটে পন্থের এটাই প্রথম শতরান। সেই শতরান ভারতকে শুধু ম্যাচ নয়, সিরিজ জিতিয়ে দিল। ১১৩ বলে ১২৫ রান করে অপরাজিত রইলেন পন্থ। ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।