দলকে নেতা নেতা ধাওয়ানের বার্তা

frame দলকে নেতা নেতা ধাওয়ানের বার্তা

A G Bengali
ভারতীয় ক্রিকেট বোর্ডের তুলে ধরা এক ভিডিয়োয় দেখা গিয়েছে ধাওয়ান তাঁর সতীর্থদের উদ্দেশে বলছেন, ‘‘আমি নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা দারুণ একটা সিরিজ় উপহার দিতে পারব। তবে এটা মাথায় রাখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া এবং পরিবেশ চ্যালেঞ্জ খাড়া করতে পারে।’’ দলের তরুণ ক্রিকেটারদের উদ্দেশে ধাওয়ান বলেছেন, ‘‘আমাদের দলে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে পা রাখতে চলেছে। ওদের হয়তো অল্প বয়স, কিন্তু সবাই যথেষ্ট পরিণত। ওদের সামনে একটা সুযোগ থাকবে নিজেদের প্রমাণ করার।’’ যোগ করেন, ‘‘আইপিএল এবং দেশের হয়ে খেলে তরুণরাও এখন পরিণত। আমরা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলাটা উপভোগ করব। আর পাশাপাশি মাঠে নেমে নিজেদের সেরাটা দেব।’’

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট খেলতে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) টিম ইন্ডিয়া এসেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ব্রিটিশভূমে সফল সফর শেষ করে ধাওয়ান অ্যান্ড কোং এসেছে ত্রিনিদাদে। ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে তাঁর ওপেনিং পার্টনার ধাওয়ানের হাতে। জানা যাচ্ছে ইংল্যান্ড থেকে ধাওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে বিসিসিআই-এর (BCCI) খরচ হয়েছে ৩.৫ কোটি টাকা! এমনটাই রিপোর্ট এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। এখন প্রশ্ন কেন এই বিরাট অঙ্কের টাকা বিমানের জন্য ব্যয় করেছে বিসিসিআই? ওই রিপোর্টে বলা হয়েছে, "বিসিসিআই চার্টাড বিমান বুক করেছিল ৩.৫ কোটি টাকায়। গত মঙ্গলবার দুপুরে ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অফ স্পেনে এসেছে টিম ইন্ডিয়া। কোভিডের জন্য চার্টাড বিমান বুক করা হয়নি যদিও। আসলে বাণিজ্যিক বিমানে ১৬ সদস্যের ভারতীয় দল, সাপোর্ট স্টাফ ও প্লেয়ারদের স্ত্রীর জন্য টিকিট বুক করা সমস্যাজনক ছিল। বাণিজ্যিক বিমান বুক করলে এই খরচ হত ২ কোটি টাকার কাছাকাছি। ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অফ স্পেনে আসার জন্য, বিজনেস ক্লাসের টিকিট পড়ত ২ লক্ষ টাকা করে। চার্টাড বিমানের খরচ অনেক বেশি ঠিকই। কিন্তু এটাই বেছে নেওয়া যুক্তিসঙ্গত মনে হয়েছে। প্রথম সারির ফুটবল দলগুলির এখন চার্টার বিমান রয়েছে।"

Find Out More:

Related Articles:

Unable to Load More