নয়া রেকর্ডের সামানে শিখর ধাওয়ান

frame নয়া রেকর্ডের সামানে শিখর ধাওয়ান

A G Bengali
রোহিত শর্মাদের কীর্তি এই ম্যাচে ছাপিয়ে যেতে পারেন ধাওয়ান। 'গব্বর' এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ভারতের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন আগামিকাল মাঠে নামলে ১৫ নম্বর ওয়ানডে খেলবেন দেশের হয়ে। পরের দুই ম্যাচ খেললে ধাওয়ান ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বাধিক একদিনের আন্তর্জাতিক ওয়ানডে ম্য়াচ খেলা ভারতীয় হয়ে যাবেন। তিনি ছাপিয়ে যাবেন এমএস ধোনি ও বিরাট কোহলিদের। ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ম্যাচে ধাওয়ান মাত্র ৪১ রান করেছেন। ধাওয়ানের লক্ষ্য থাকবে পুরানদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝলসানোরও।

অন্যদিকে, ভারতীয় দলের জার্সি যারা স্পনসর করে সেই সংস্থার কাছে বোর্ডের মোটা টাকা প্রাপ্য। এমনটাই অভিযোগ বোর্ডের তরফে। পাশাপাশি পাল্টে যাবে ভারতীয় দলের মূল স্পনসরও। এই মুহূর্তে মূল স্পনসর হিসাবে যে সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের, তারা অন্য এক সংস্থাকে দায়িত্ব দিয়ে দেবে বলে জানা গিয়েছে। ভারতীয় বোর্ডের জার্সি স্পনসর এক শিক্ষামূলক অ্যাপ সংস্থা। ২০১৯ সাল থেকে তাদের সঙ্গে চুক্তি বোর্ডের। বছরে ১০ শতাংশ করে টাকা বাড়ানোর চুক্তি হয়েছিল। এই বছর এপ্রিল মাসে চুক্তি সই হয়। ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি রয়েছে। বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলে, “এখনও পর্যন্ত বোর্ড ওই সংস্থার কাছে ৮৬ কোটি ২১ লক্ষ টাকা পায়।” যদিও এই অভিযোগ মানতে নারাজ ওই সংস্থা। তাদের তরফে পিটিআইকে বলা হয়, “বোর্ডের সঙ্গে আমাদের চুক্তির সময় বাড়ানোর কথা চলছে। এখনও সই হয়নি। সই হলে চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হবে। আমাদের তরফে কোনও টাকা দেওয়া বাকি নেই।”

Find Out More:

Related Articles:

Unable to Load More