শ্রীলঙ্কা ক্রিকেট সরকারি ভাবে প্রতিযোগিতা আয়োজন করতে না পারার কথা জানিয়ে দেওয়া পর শুরু হয় জল্পনা। সম্ভাব্য আয়োজক হিসাবে উঠে আসে ভারত এবং বাংলাদেশের নাম। শেষ পর্যন্ত এসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এশিয়া কাপ হবে আমিরশাহিতেই। ২৭ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হতে ছয় দেশের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা। এসিসির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কার পরিস্থিতি বিবেচনা করে আলোচনার সাপেক্ষে এবং সর্বসম্মতিক্রমে প্রতিযোগিতাটি শ্রীলঙ্কা থেকে আমিরশাহিতে স্থানান্তরিত করা হল।’ এসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি সাম্মি সিলভা বলেছেন, ‘‘এশিয়া কাপ আয়োজনের জন্য আমরা সত্যিই প্রতিবেশী দেশগুলির দিকে তাকিয়ে ছিলাম।’
অন্যদিকে, ভারতীয় দলের অধিনায়ক শিখর ধাওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৪ বলে ৫৮ রান করেন, যার মধ্যে ছিল ৭টি চার। হেডেন ওয়ালশের বলে আউট হন ধাওয়ান। কিন্তু তাঁর ৫৮ রানের ইনিংসের হাত ধরে ধাওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১,০০০ রান পূর্ণ করেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ধাওয়ান সব সময়ই ঝড় তোলেন। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। যে কারণে শিখর ধাওয়ানকে অধিনায়ক করা হয়েছে। শিখর ধাওয়ান এখন ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে মোট ১০১২ রান করেছেন। সেই সঙ্গে মহেন্দ্র সিং ধোনি এবং মহম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেলেছেন শিখর ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধোনির সংগ্রহ ১০০৬ রান এবং আজহারউদ্দিন ৯৯৮ রান করেছেন। তৃতীয় ওডিআই ম্যাচে, ধাওয়ান ৭টি চার মেরেছিলেন। যার ফলে তিনি তাঁর ওয়ানডে কেরিয়ারে ৮০০টি চার পূর্ণ করলেন।