শেষ চারে হরমনপ্রীতরা

A G Bengali
অজিদের কাছে প্রথম ম্যাচে অল্পের জন্য হারতে হয় ভারতকে। তবে পরের ম্যাচে পাকিস্তানকে কার্যত একতরফাভাবে উড়িয়ে দেয় ভারতের মহিলা ক্রিকেট দল। এই অবস্থায় বার্বাডোজের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটি হরমনপ্রীতদের সামনে ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল। সম্মুখসমরে যে দল জিতত, সেমিফাইনালে যেত তারাই। শেষমেশ বার্বাডোজকে উড়িয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেন হরমনপ্রীতরা। ভারতের ৪ উইকেটে ১৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে বার্বাডোজ ২০ ওভারে ৮ উইকেটে ৬২ রানে আটকে যায়। ১০০ রানের বিশাল ব্যবধানে ম্য়াচ জেতে ভারত। সেই সঙ্গে কমনওয়েলথ গেমস ক্রিকেটের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন হরমনপ্রীতরা।

অন্যদিকে, ভারতের মহিলা হকি দল কানাডাকে হারিয়ে কমনওয়েলথের (Commonwealth Games 2022) সেমিফাইনালে চলে গেল। বুধবার বার্মিংহ্যামে ভারত দুরন্ত জয় পেল। অন্যদিকে একই সময়ে জুডোর ৭৮ কেজি বিভাগের ফাইনালে উঠলেন তুলিকা মান (Tulika Maan)। সোনার পদক জেতার জন্য তুলিকা মুখোমুখি হবেন স্কটল্যান্ডের সারা অ্যাডলিংটনের। সবিতা পুনিয়ার দল পুল এ-তে শেষ ম্যাচ খেলল কানাডার বিরুদ্ধে। যারা ক্রমতালিকায় ভারতের নিচেই। সালিমা টেটে, নভনীত কউর ও লালরেমসিয়ামির গোলে ভারত রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় এদিন। অন্যদিকে এদিনে তুলিকা মাত্র ১ মিনিট ৫৩ সেকেন্ডে ম্যাচ বার করে নেন। সুশীলা দেবী ও বিজয় কুমারের পর ভারতের জুডো থেকে তৃতীয় পদক নিশ্চিত। তুলিকা সোনা জিততে না পারলেও, রুপো নিয়ে যে ফিরবেন, তা এখনই বলে দেওয়া যায়। এখনও পর্যন্ত ভারতের মোট ১৪টি পদকের মধ্যে ৯টি পদকই এল ভারোত্তোলন থেকে। ভারতের ঝুলিতে এই মুহূর্তে ৫টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। কমনওয়েলথে ভারতীয় অ্যাথলিটরা প্রতিদিনই পদকের পর পদক জিতে দেশবাসীর মুখ উজ্জ্বল করছেন।

Find Out More:

Related Articles: