বুমরাদের চোটের অবস্থা কীরকম

frame বুমরাদের চোটের অবস্থা কীরকম

A G Bengali
বোর্ডের তরফে জানানো হয়েছে বুমরা এবং হর্ষল রয়েছেন বেঙ্গালুরুতে। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চোট সারাচ্ছেন তাঁরা। বোর্ডের তরফে টুইটে লেখা হয়, ‘চোটের কারণে এশিয়া কাপের দলে রাখা হয়নি যশপ্রীত বুমরা এবং হর্ষল পটেলকে। বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন তাঁরা।’ হর্ষলের পাঁজরে চোট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচেও খেলতে পারেননি তিনি। বুমরার পিঠে চোট রয়েছে। সেই কারণেই এশিয়া কাপের দলে রাখা হয়নি তাঁকে। এই পিঠের চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে পারেননি বুমরা। এর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয় তাঁকে।


অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা নজর এখন এশিয়া কাপে। ২৭ অগস্ট থেকে ২০২২ এশিয়া কাপ শুরু হবে। চার বছর আগে ভারত যখন সংযুক্ত আরব আমিশাহিতে এশিয়া কাপ জিতেছিল ভারত, তখন অধিনায়ক ছিলেন রোহিত শর্মাই। যদিও সে বার অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এ বার তিনি অবশ্য পূর্ণ অধিনায়ক। সে বার ভারত তাদের টানা দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা জয়ের পথে তাদের সমস্ত ম্যাচ জিতেছিল। চার বছর পরে রোহিত ভারতীয় দলের নতুন অধিনায়ক। এবং তিনি জয়ের রেকর্ডটি ধরে রাখতে চাইবেন। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্পষ্ট দেখা গিয়েছে, ভারত টি-টোয়েন্টিতে একটি অনেক বেশু আক্রমণাত্মক পদ্ধতি গ্রহণ করেছে। সেই সঙ্গে ভারত অধিনায়ক খেলার পদ্ধতি ও কৌশলগত পরিবর্তন এবং এশিয়া কাপের জন্য তাঁর দলের প্রস্তুতি সম্পর্কে অকপট কথা বলেছেন।

Find Out More:

Related Articles:

Unable to Load More