কাউন্টি ক্রিকেটে সিরাজ

frame কাউন্টি ক্রিকেটে সিরাজ

A G Bengali
ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সিরাজ। হায়দরাবাদের বছর আঠাশের জোরে বোলার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিনটি ম্যাচ খেলবেন। আগামী ১২ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার এজবাস্টনে মুখোমুখি হবে সমারসেটের বিরুদ্ধে। তার আগেই সিরাজ পৌঁছে যাবেন ব্রিটিশভূমে। এই মুহূর্তে সিরাজ ভারতের জার্সিতে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে অ্যাসাইনমেন্ট শেষ হলেই সিরাজ চলে যাবেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে সিরাজ প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন চার উইকেট। খরচ করেছিলেন ৬৬ রান।


অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শিখর ধবন? এমনটা হতে পারে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু শিখর নন ওপেনার হিসাবে রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, কেএল রাহুলের মধ্যে যে কোনও ক্রিকেটার। জিম্বাবোয়ে সফরে দীপক চাহারকেও দেখে নেওয়া হতে পারে বলে মনে করছেন মঞ্জরেকর। এক সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে মঞ্জরেকর বলেন, “রুতুরাজ আছে, শুভমন আছে, ধবন আছে, রাহুল আছে, সেই সঙ্গে ওপেনার হিসাবে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে সঞ্জু স্যামসন, ঈশান কিশানও। টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হওয়ার দৌড়ে এগিয়ে আছে রাহুল।” মঞ্জরেকরের মতে রোহিতের সঙ্গী হতে পারেন এঁদের মধ্যে যে কেউ। মঞ্জরেকর বলেন, “৫০ ওভারের ক্রিকেটে চাহার যদি নিজের ফিটনেস প্রমাণ করতে পারে তা হলে টি-টোয়েন্টিতে ও জায়গা করে নিতে পারে। চাহার তরুণ ভুবনেশ্বর কুমারের মতো। দু’দিকেই বল সুইং করাতে পারে। চাহার যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা পায় তা হলে এক দলে দু’জন ভুবনেশ্বরকে দেখতে পাব আমরা। দারুণ একটা বোলিং আক্রমণ হবে তা হলে।”

Find Out More:

Related Articles:

Unable to Load More