চোট সারিয়ে ভারতের মহিলা দলে প্রত্যাবর্তন ঝুলন গোস্বামীর

frame চোট সারিয়ে ভারতের মহিলা দলে প্রত্যাবর্তন ঝুলন গোস্বামীর

A G Bengali
২২ মার্চে মহিলাদের বিশ্বকাপে শেষ বার খেলেছিলেন ঝুলন। সেমিফাইনালে খেলতে পারেননি। ভারতও বিদায় নেয়। এর পর জুন মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও খেলেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ফের দেখা যেতে চলেছে তাঁকে। পরের মাসেই ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলতে যাচ্ছে ভারতের মহিলা দল। সেখানে এক দিনের দলে নাম রয়েছে ঝুলনের। ঝুলন নিজের মুখে অবসরের কথা কখনও বলেননি। উল্টে কিছু দিন আগেই তিনি বাংলার মহিলা দলের অনুশীলনে যোগ দেন। এ বার বাংলার মহিলা দলে খেলার পাশাপাশি মেন্টরও তিনি। অবসর নেওয়ার এখনই যে ইচ্ছে নেই, সেটা ভারতীয় দলে প্রত্যাবর্তনে বোঝা গেল। ইংল্যান্ডে দু’টি ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। দলে ফিরেছেন জেমাইমা রদ্রিগেস এবং রিচা ঘোষ। এ ছাড়া, প্রথম বারের জন্য জাতীয় দলে ডাক পেলেন কিরণ নবগিরে। মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জারে দুর্দান্ত খেলেন তিনি।


প্রসঙ্গত, ২০১টি একদিনের ম্যাচ খেলে সর্বাধিক ২৫২টি উইকেট নিয়েছেন ঝুলন। শীর্ষে থাকলেও গত কয়েক বছর চোট-আঘাত তাঁকে ভুগিয়েছে। তবুও পঞ্চাশ ওভারের ক্রিকেটে তাঁর এখনও কোনও বিকল্প নেই। সেটা দলে ফিরে বুঝিয়ে দিলেন তিনি। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। চলবে ২৪ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। 


দেখে নিন ভারতের মহিলা দল : ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমিমা রড্রিগেজ, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাধা যাদব, সাব্বিনেনি মেঘনা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ডি হেমলতা, সিমরান দিল বাহদুর, রিচা ঘোষ (উইকেটকিপার) এবং কে পি নভগিরে।

Find Out More:

Related Articles:

Unable to Load More