দীপক হুডার নয়া রেকর্ড

frame দীপক হুডার নয়া রেকর্ড

A G Bengali
এখনও পর্যন্ত দীপক হুডা ভারতের হয়ে ১৬টি ম্যাচ খেলেছেন দুই ফরম্যাট মিলে। ৭টি ওয়ানডে ও ৯টি টি-২০ ম্যাচে তিনি ছিলেন প্রথম একাদশে। পরিসংখ্যান বলছে, এই ১৬টি ম্যাচই ভারত হারেনি। অর্থাৎ হুডা যে ক'টি ম্যাচে ভারতের প্রথম একাদশে ছিলেন, সেই প্রতিটি ম্যাচই ভারত জিতেছে। টানা ১৬ ম্যাচ জেতার এই রেকর্ড সর্বাধিক। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অভিষেক করার পর থেকে এমন নজির আর কারোর নেই বিশ্ব ক্রিকেটে। রোমানিয়ার সাটভিক নাদিগোতলাকে পিছনে ফেলে দিলেন হুডা। সাটভিক দেশের হয়ে অভিষেক করার পর থেকে টানা ১৫ ম্যাচ জিতেছিলেন।


অন্যদিকে, সাম্প্রতিক কালে টেস্ট ক্রিকেটের উন্নতিতে সবচেয়ে বেশি অবদান রয়েছে ভারতেরই। সেই উন্নতি হয়েছে বিরাট কোহলীর হাত ধরে। এমনটাই বললেন গ্রেম স্মিথ। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের মতে, আগামী দিনে পাঁচ-ছ’টির বেশি দেশকে টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে না। ভারত সেখানে গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে। দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট চলাকালীন স্মিথ বলেছেন, “এখন টেস্ট ক্রিকেটে কী চলছে দেখুন। ঐতিহ্যশালী দেশ বা বড় ক্রিকেটীয় দেশগুলিই টেস্ট ক্রিকেট খেলছে।” যদিও আইসিসি-র সদ্য প্রকাশিত ফিউচার ট্যুরস প্রোগ্রাম বলছে, জিম্বাবোয়ে বাদে আফগানিস্তান এবং বাংলাদেশ বহু টেস্ট ম্যাচ খেলবে। প্রথম ছ’টি দল তো রয়েছেই। স্মিথ মনে করেন, বাকিদের থেকে টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিয়েছে ভারত। বলেছেন, “বিরাট কোহলীর নেতৃত্বে ভারত অনেক গুরুত্ব দিয়ে টেস্ট ক্রিকেট খেলেছে। দারুণ ভাবে দলকে নেতৃত্ব দিয়েছে কোহলী। তবে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে গেলে কখনওই ১০, ১২, বা ১৪টি দলের লড়াই দেখতে পাবেন না। সেই পাঁচ-ছ’টা দেশের মধ্যেই টেস্ট ক্রিকেট ঘোরাফেরা করবে।”

Find Out More:

Related Articles:

Unable to Load More